বলি ফ্যাশনিস্তা ইলিয়ানা ডিক্রুজকে নিয়ে সর্বদাই সরগরম বলিপাড়া। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মতো বিকিনি ছবি দিয়ে তিনিও সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন । অতিরিক্ত শরীর দেখাতে গিয়েই চরম ট্রোলডও হয়েছেন বলি নায়িকা ইলিয়ানা ডিক্রুজ । এবার লাল বিকিনি পরে ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। সঙ্গে এও জানালেন এই ছবি কোনও এডিট করা নয় পুরোটাই অরিজিন্যাল। নিজেকে রোগা দেখানোর সমস্ত অ্যাপ তিনি ডিলিট করে দিয়েছেন মোবাইল থেকে, যা শুনেই হতবাক অনুরাগীরা।