ফের প্যান্ট ছাড়া রাস্তায় মালাইকা, জামা পরেছেন নাকি টপ, ফ্যাশনিস্তাকে দেখে Confused নেটিজেনরা

লাইমলাইটে থাকাটা যে মালাইকার সিদ্ধহস্ত তা ফের আরও একবার প্রমাণ করে দিলেন মালাইকা আরোরা। বরাবরই একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী। আবারও প্যান্ট ছাড়া রাস্তায় বেরোলেন বলি ফ্যাশনিস্তা। সাদা রঙের পোশাকে মুখ মাস্ক পরে নজরে কেড়েছেন নায়িকা। তবে পোশাক পরেছেন নাকি টপ, তা নিয়ে রীতিমতো দ্বন্ধে রয়েছেন নেটিজেনরা, ছবি ভাইরাল নেটদুনিয়ায়।
 

Riya Das | Published : Jun 14, 2021 7:46 AM IST
19
ফের প্যান্ট ছাড়া রাস্তায় মালাইকা, জামা পরেছেন নাকি টপ, ফ্যাশনিস্তাকে দেখে Confused নেটিজেনরা

ফের নেটদুনিয়া উত্তাল মালাইকা আরোরাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই কিছু না কিছু পোস্ট করে নেটিজেনদের নজরে থাকেন। 
 

29

ফের নেটদুনিয়া উত্তাল মালাইকা আরোরাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই কিছু না কিছু পোস্ট করে নেটিজেনদের নজরে থাকেন। 
 

39


আবারও প্যান্ট ছাড়া রাস্তায় বেরোলেন বলি ফ্যাশনিস্তা। সাদা রঙের পোশাকে মুখ মাস্ক পরে নজরে কেড়েছেন নায়িকা। 
 

49

অর্জুন কাপুরের সঙ্গে বোন অমৃতার বাড়িতে যাওয়ার সময়ে সাদা মাইক্রো মিনি পোশাকে দেখা গিয়েছে মালাইকাকে।

59

মালাইকার আরোরার সামার লুক যেমন নজর কেড়েছে নেটিজেনদের তেমনই কটাক্ষের মুখেও পড়েছেন বলি ফ্যাশনিস্তা।

69

 

 

বোন অমৃতার বাড়িতে যাওয়ার আগে নজর কেড়েছেন বলি ফ্যাশনিস্তা। পাপারাৎজিদের দেখে না এড়িয়ে হাত নারতেই দেখা গেছে মালাইকাকে।

79

তবে পোশাক পরেছেন নাকি শুধু টপ পরেই রাস্তায় বেরিয়ে পড়েছেন, তা নিয়ে রীতিমতো দ্বন্ধে রয়েছেন নেটিজেনরা।
 

89

মালাইকা বান্দ্রার একই পাড়াতেই এবার প্রতিবেশী হলেন অর্জুন কাপুর। মুম্বইয়ের বান্দ্রায় প্রায় ২৩ কোটি মূল্যের এই বাড়ি কিনেছেন অর্জুন কাপুর। এবং এই ভিলাকেই নিজেদের মনের মতোন করে সাজিয়ে তুলছেন অর্জুন-মালাইকা।
 

99


তবে কি খুব শীঘ্রই চারহাত এক হচ্ছে অর্জুন-মালাইকার, বাড়ছে জল্পনা। যদিও দীর্ঘদিন ধরেই তার প্রেম থেকে বিবাহ নিয়ে গুঞ্জন তুঙ্গে।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos