জ্যাকলিন ফার্নান্দেজ, এই একটা নামই যথেষ্ট দর্শকদের মনে ঝড় তুলতে। একের পর এক ছবি থেকে শুরু করে অ্যালবাম, কখনও আবার হট পোজ থেকে হট মুভস মুহূ্র্তে নেটিজেনদের নজর কীভাবে কাড়তে তা খুব ভালো মতই জানা রয়েছে হট কুইনের। তবে এবার তাঁর চোখে মুখে বিষণ্ণতার ছাপ।
জ্যাকলিন ফার্নান্দেজ মানেই এক কথায় বলতে গেলে বলিউডের সুপার হট ক্যুইন, যাঁর শরীরী ভাঁজেই লুকিয়ে হটনেসের রহস্য।
210
সিনেমার ফ্রেম হোক বা ফোটোফ্রেমের পার্ফেক্ট লুক, জ্যাকলিনের ছোঁয়াতেই মুহূর্তে তা হয়ে ওঠে অনবদ্য।
310
কিউট হট থেকে শুরু করে এলিগেন্ট, সবই এক কথায় যায় জ্যাকলিনের নাম ও লুকের সঙ্গে। তাই নানা সময় নানা লুকে ভাইরাল জ্যাকলিন।
410
কখনও ব্যালে লুকে, কখনও আবার নগ্ন ফোটোশ্যুটে মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে এই অভিনেত্রী।
510
সোশ্যাল মিডিয়ায় সেই সূত্রেই ভক্তের সংখ্যা বিপুল। অভিনেত্রীর এক একটি পোস্ট মিস করা নয়, সেই কারণেই প্রোফাইলে নেটিজেনদের কড়া নয়।
610
কখনও লং নেকে ধরা পড়ে জ্যাকলিনের ক্লিভেজ, কখনও আবার কাঁধ থেকে খুলে পড়া পোশাকে আদুরে লুক ভাইরাল।
710
কখনও লং নেকে ধরা পড়ে জ্যাকলিনের ক্লিভেজ, কখনও আবার কাঁধ থেকে খুলে পড়া পোশাকে আদুরে লুক ভাইরাল।
810
তবে এবার জ্যাকলিনের পোজ বেশ কিছুটা অন্যস্বাদের। ভয়ানক পরিস্থিতি দিয়ে যাচ্ছে এখন সাধারণ মানুষ। আবারও ফিরেছে পুরোনো দিন।
910
মহামারী, মৃত্যু মিছিল, মানুষের হাহাকার। ঘরে বন্দি থেকে সাধারণ মানুষ যথা সম্ভব চেষ্টা করছে প্রাণ বাঁচানোর।
1010
সেই বিষণ্ণতার ছবি ধরা পড়ল জ্যাকলিনের ফ্রেমে, সব রঙ হারিয়ে আবারও শুধু অপেক্ষার পালা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।