কখনও নগ্ন দেহ, কখনও ছেড়াঁ জামা, হট পোজে একাধিকবার ভাইরাল বলি-ডিভা জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্দেজ, এই একটা নামই যথেষ্ট দর্শকদের মনে ঝড় তুলতে। একের পর এক ছবি থেকে শুরু করে অ্যালবাম, কখনও আবার হট পোজ থেকে হট মুভস মুহূ্র্তে নেটিজেনদের নজর কীভাবে কাড়তে তা খুব ভালো মতই জানা রয়েছে হট কুইনের। তা বলে ছেঁড়া জামা! 

Jayita Chandra | Published : Jan 26, 2021 9:46 AM / Updated: Jan 26 2021, 09:48 AM IST
19
কখনও নগ্ন দেহ, কখনও ছেড়াঁ জামা, হট পোজে একাধিকবার ভাইরাল বলি-ডিভা জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্দেজ মানেই এক কথায় বলতে গেলে বলিউডের সুপার হট ক্যুইন, যাঁর শরীরী ভাঁজেই লুকিয়ে হটনেসের রহস্য। 

29

সিনেমার ফ্রেম হোক বা ফোটোফ্রেমের পার্ফেক্ট লুক, জ্যাকলিনের ছোঁয়াতেই মুহূর্তে তা হয়ে ওঠে অনবদ্য। 

39

 কিউট হট থেকে শুরু করে এলিগেন্ট, সবই এক কথায় যায় জ্যাকলিনের নাম ও লুকের সঙ্গে। তাই নানা সময় নানা লুকে ভাইরাল জ্যাকলিন। 

49

কখনও ব্যালে লুকে, কখনও আবার নগ্ন ফোটোশ্যুটে মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে এই অভিনেত্রী। 

59

সোশ্যাল মিডিয়ায় সেই সূত্রেই ভক্তের সংখ্যা বিপুল। অভিনেত্রীর এক একটি পোস্ট মিস করা নয়, সেই কারণেই প্রোফাইলে নেটিজেনদের কড়া নয়। 

69

কখনও লং নেকে ধরা পড়ে জ্যাকলিনের ক্লিভেজ, কখনও আবার কাঁধ থেকে খুলে পড়া পোশাকে আদুরে লুক ভাইরাল। 

79

কিন্তু তা বলে ছেঁড়া জামা, ঠিক কী কারণে এই ভুল নজর এড়িয়ে গেল জ্যাকলিনের! যদিও তা খুঁটিয়ে বার করেছে নেট দুনিয়া। 

89

ডান কাঁধের কাছে বেশ খানিকটা অংশ ছেঁড়া রয়েছে জামার। তবে কি জেনে শুনেই ঘরোয়া লুকে মনের মত পোস্ট করতে চেয়েছিলেন জ্যাকলিন।

99

সেই প্রশ্নের উত্তর না মিললেও, তাঁকে যে এই পোশাকেও বেশ মনে ধরেছে সকলের, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos