Published : Jun 17, 2021, 08:05 AM ISTUpdated : Jun 17, 2021, 08:11 AM IST
দিন দিন যেন খোলস ছেড়ে বেড়ছে শ্রীকন্যা। একের পর এক হট পোজের ছবি ভাইরাল। সম্প্রতি মলদ্বীপ সফর সেরে এসেছে তিনি। সেখান থেকে ইতিমধ্যেই শেয়ার করেছেন একাধিক হট পোজ। এবার অন্তর্বাসে ভাইরাল অভিনেত্রী।
দিনে দিনে যেন ভোল বদল হচ্ছে জাহ্নবীর। একের পর এক ছবি সামনে আসতেই তা ফাঁস।
28
রূপ থেকে শুরু করে ফিগার, নিজেকে আমুল বদলে ফেলছেন তিনি। যা দেখে রীতিমত তাক লাগছে নেটবাসীদের।
38
সম্প্রতি মলদ্বীপ সফর থেকে তেমনই একের পর এক ছবি শেয়ার করেছেন জাহ্নবী কাপুর।
48
কখনও অন্তর্বাসে, কখনও আবার মনোকিনিকে। কীভাবে সকলের সামনে নিজেকে পার্ফেক্ট লুকে তুলে ধরা যায়, তাতে জাহ্নবী এখন সিদ্ধহস্ত।
58
এবার সেই ট্রিপ সিরিজ থেকেই একের পর এক ছবি আসছে সামনে। সমুদ্র সৈকতে বিকিনিতে জাহ্নবী।
68
পার্ফেক্ট ফিগারের ভাঁজ যেন মুহূর্তে তাক লাগাচ্ছে। রূপে গুণে এখন জাহ্নবী পরিপূর্ণা। হাতের একের পর এক ছবির প্রস্তাব।
78
বলিউডে পা রেখে, শ্রীকন্যা নিজেকে বলিউডের মত করে গড়ে নিতে যে প্রস্তুত তা আর বলার অপেক্ষা রাখে না।
88
নাচ থেকে শুরু করে অভিনয়, সবই যেন পরিপূর্ণতা পাচ্ছে দিনে দিনে। যা দেখে কেবলও জাহ্নবী ভক্তদের চোখ ছানাবড়া।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।