প্রিন্টেড বিকিনিতে উঁকি মারছে সেক্সি 'Cleavage', জিভ বার করে সেলফি না ভেংচি , কটাক্ষ জাহ্নবীকে

পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নিউইয়র্ক থেকে ফিরেই রিফ্রেশ হতে মলদ্বীপে পাড়ি জমিয়েছেন জাহ্নবী। নীল জলরাশিতে গা ভিজিয়ে একেবারে যেন দ্বীপকন্যা হয়ে উঠেছেন জাহ্নবী। সবুজ-হলুদ ফ্লোরাল প্রিন্টের সুইমস্যুটে খোলা চুলে লাস্যময়ী জাহ্নবী রাতের ঘুম কেড়েছে পুরুষরা। এতক্ষণ সব ঠিক থাকলেও ঢেউখেলানো লম্বা চুলে বিনুনি বেধে জিভ কাটতে গিয়ে নেটিজেনদের দ্বন্ধে ফেলে দিয়েছেন নায়িকা।

Riya Das | Published : Apr 12, 2021 1:44 PM
19
প্রিন্টেড বিকিনিতে উঁকি মারছে সেক্সি 'Cleavage',  জিভ বার করে সেলফি না ভেংচি , কটাক্ষ জাহ্নবীকে

 সবুজ-হলুদ ফ্লোরাল প্রিন্টের সুইমস্যুটে খোলা চুলে লাস্যময়ী জাহ্নবী। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর । কখনও বিকিনি লুকে আবার কখনও বুকচেরা মনোকিনিতে লাস্যময়ী অবতারে ধরা দিচ্ছেন জাহ্নবী।

29

বোন খুশি কাপুরের সঙ্গে নিউইয়র্ক থেকেই রিফ্রেশ হতে মলদ্বীপে পাড়ি জমিয়েছেন জাহ্নবী। অতিরিক্ত শরীরী প্রদর্শনে প্রথমসারির তারকাদেরও টেক্কা দিচ্ছন শ্রী-কন্যা। 

39

সম্প্রতি মনোকিনির একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জাহ্নবী কাপুর।চেরা মনোকিনির পাশ  দিয়ে বেরিয়ে রয়েছে স্তনযুগলের একাংশ। নিতম্ব ফ্লন্ট করে অনাবৃত উরুতে ঝড় তুললেন নায়িকা।

49


 নীল জলরাশিতে গা ভিজিয়ে একেবারে যেন দ্বীপকন্যা হয়ে উঠেছেন জাহ্নবী। 

59



মৎসকন্যার মতো ঢেউখেলানো চাবুক ফিগারে ভাইরাল শ্রীদেবী তনয়া। নয়া ফোটোশ্যুটে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন জাহ্নবী কাপুর। 

69

 এতক্ষণ সব ঠিক থাকলেও ঢেউখেলানো লম্বা চুলে বিনুনি বেধে জিভ কাটতে গিয়ে নেটিজেনদের দ্বন্ধে ফেলে দিয়েছেন নায়িকা। সেলফি নাকি ভেংচি এই ছবি দেখেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন জাহ্নবী। 

79

মলদ্বীপের মনোরম পরিবেশ নীল সমুদ্রের মাঝে যেন দাঁড়িয়ে রয়েছে নীলপরি। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি।

89


হাতে গোনা কয়েকটি ছবি করেই ফ্যান ফলোয়ার আকাশছোঁয়া জাহ্নবীর। নিজের গার্লস গ্যাং-এর সঙ্গেই মলদ্বীপে উড়ে গেছেন জাহ্নবী।

99

হট অ্যান্ড সেক্সি পোজে প্রতিটি ছবিই অন্তর্জালে ভাইরাল। মলদ্বীপের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দী করে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন অভিনেত্রী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos