বুকচেরা মনোকিনিতে বেরিয়ে 'স্তনযুগল'-এর একাংশ, গোপনাঙ্গ ঢেকে 'Big Size' নিতম্ব-এ ঝড় জাহ্নবীর

একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর । কখনও বিকিনি লুকে আবার কখনও বুকচেরা মনোকিনিতে লাস্যময়ী অবতারে ধরা দিচ্ছেন জাহ্নবী। অতিরিক্ত শরীরী প্রদর্শনে প্রথমসারির তারকাদেরও টেক্কা দিচ্ছন শ্রী-কন্যা। চেরা মনোকিনির পাশ  দিয়ে বেরিয়ে রয়েছে স্তনযুগলের একাংশ। নিতম্ব ফ্লন্ট করে অনাবৃত উরুতে ঝড় তুললেন নায়িকা।
 

Riya Das | Published : Apr 9, 2021 4:01 PM
19
বুকচেরা মনোকিনিতে বেরিয়ে 'স্তনযুগল'-এর একাংশ,  গোপনাঙ্গ ঢেকে 'Big Size' নিতম্ব-এ ঝড় জাহ্নবীর


সোশ্যাল মিডিয়া লাইমলাইটে থাকতে বলি অভিনেত্রীরা  কিছু না কিছু করেই থাকে। এবার সেই তালিকায় নয়া সংযোজন জাহ্নবী কাপুর। সম্প্রতি মনোকিনির একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জাহ্নবী কাপুর।

29

কখনও বিকিনি লুকে আবার কখনও বুকচেরা মনোকিনিতে লাস্যময়ী অবতারে ধরা দিচ্ছেন জাহ্নবী।
 

39


 অতিরিক্ত শরীরী প্রদর্শনে প্রথমসারির তারকাদেরও টেক্কা দিচ্ছন শ্রী-কন্যা।
 

49

আকাশি রঙের চেরা মনোকিনির পাশ  দিয়ে বেরিয়ে রয়েছে স্তনযুগলের একাংশ। নিতম্ব ফ্লন্ট করে অনাবৃত উরুতে ঝড় তুললেন নায়িকা।
 

59

মলদ্বীপের মনোরম পরিবেশ নীল সমুদ্রের মাঝে যেন দাঁড়িয়ে রয়েছে নীলপরি। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি।

69

মৎসকন্যার মতো ঢেউখেলানো চাবুক ফিগারে ভাইরাল শ্রীদেবী তনয়া। নয়া ফোটোশ্যুটে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন জাহ্নবী কাপুর। 

79

নিজের গার্লস গ্যাং-এর সঙ্গেই মলদ্বীপে উড়ে গেছেন জাহ্নবী।

89

হট অ্যান্ড সেক্সি পোজে প্রতিটি ছবিই অন্তর্জালে ভাইরাল। মলদ্বীপের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দী করে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন অভিনেত্রী।
 

99

হাতে গোনা কয়েকটি ছবি করেই ফ্যান ফলোয়ার আকাশছোঁয়া জাহ্নবীর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos