নিতম্ব ফ্লন্টস করে শরীরী মোচড়, পাহাড়ের কোলে উটিতে খোশমেজাজে ধরা দিলেন শ্রী-কন্যা

কখনও সোলো ট্রিপ, তো কখনও আবার বন্ধু কিংবা ফ্যামিলির সঙ্গে ঘুরতে চলে যান  জাহ্নবী কাপুর। ঘুরতে যেতে তিনি ভীষণই ভালবাসেন। সময় পেলেই উড়ে যান প্রকৃতির কোলে। এবার তামিলনাড়ুর উটিতে ঘুরে বেড়াচ্ছেন জাহ্নবী কাপুর। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করে চলেছেন শ্রী-কন্যা। কখনও চা বাগানে আবার কখনও ক্যাফেতে বসেই খোশ মেজাজে দেখা গিয়েছে জাহ্নবীকে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই দেখা যাচ্ছে পাহাড়ের কোলে উন্মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছেন জাহ্নবী কাপুর। ঠিক কেমনভাবে ছুটি কাটছে বলি ডিভার, দেখে নিন একনজরে।
 

Riya Das | Published : Apr 19, 2022 5:55 AM IST
110
নিতম্ব ফ্লন্টস করে শরীরী মোচড়, পাহাড়ের কোলে উটিতে খোশমেজাজে ধরা দিলেন শ্রী-কন্যা

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ইদানিং মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে আসছেন। নেটিজেনরা বলছেন মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি  আজ প্রতিষ্ঠিত। 

210

সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে থাকতে বলি অভিনেত্রীরা  কিছু না কিছু করেই থাকে। এবার সেই তালিকায় নয়া সংযোজন জাহ্নবী কাপুর। পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। 

310

ঘুরতে যেতে তিনি ভীষণই ভালবাসেন। সময় পেলেই উড়ে যান প্রকৃতির কোলে। কখনও সোলো ট্রিপ, তো কখনও আবার বন্ধু কিংবা ফ্যামিলির সঙ্গে ঘুরতে চলে যান  জাহ্নবী কাপুর। এবার তামিলনাড়ুর উটিতে ঘুরে বেড়াচ্ছেন জাহ্নবী কাপুর। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করে চলেছেন শ্রী-কন্যা।
 

410

কখনও চা বাগানে আবার কখনও ক্যাফেতে বসেই খোশ মেজাজে দেখা গিয়েছে জাহ্নবীকে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই দেখা যাচ্ছে পাহাড়ের কোলে উন্মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছেন জাহ্নবী কাপুর। 

510


বলিউড সূত্রে জানা গিয়েছে, জোয়া আখতার পরিচালিত উটিতে দ্য আর্চি কমিক্স-এর শুটিং করছেন খুশি কাপুর। সেখানেই নাকি বোনের সঙ্গে সময় কাটাতে উড়ে গিয়েছেন দিদি জাহ্নবী। ইতিমধ্যেই
জাহ্নবীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই উটি বেড়ানোর সমস্ত ছবি  ভাইরাল হয়েছে।
 

610

কাজের ফাঁকে সময় পেলেই কোথাও না কোথাও বেড়াতে চলে যান জাহ্নবী কাপুর। এবার প্রকৃতির কোলে খানিকটা সময় কাটিয়ে ফ্রেশ অক্সিজেন নিয়ে কাজে ফিরবেন জাহ্নবী কাপুর। বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকে সকলের মধ্যে রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর।

710


নিজের সোশ্যাল মিডিয়ায় হট অ্যান্ড বোল্ড লুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জাহ্নবী কাপুর। রূপের ছটা যেন ঠিকরে বেরোচ্ছে। নিতম্ব ফ্লন্টস করে ছবিতে পোজ দিয়েছেন জাহ্নবী, সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

810

স্কিনফিট পোশাকে ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল,  মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। জাহ্নবী কাপুরের শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা। রাতারাতি সোশ্যাল মিডিয়ার পুরো অ্যাটেনশনটাই কেড়ে নিয়েছেন শ্রী কন্যা। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
.

910


খুব শীঘ্রই বড় পর্দায় ক্রিকেটার ভূমিকায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে। করণ জোহরের  ধর্মা প্রোডাকশনের 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-তে অভিনয় করবেন জাহ্নবী কাপুর। এই ছবিতেই রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরকে একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়।

1010

ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে  'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর।  যার ফার্স্ট লুকও সম্প্রতি প্রকাশিত হয়েছে।  ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। এছাড়া বেশ কিছু ছবিও রয়েছে জাহ্নবীর ঝুলিতে। আপকামিং ছবি 'গুড লাক জেরি', 'দোস্তানা ২', 'তখত'-এ  দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এছাড়াও আসন্ন ছবি 'মিলি'-র শুটিংও শেষ করে ফেলেছেন নায়িকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos