জাহ্নবীর থেকে কি বেশি সুন্দর খুশি, শ্রীদেবীর আরেক মেয়ে পর্দার আড়ালেই ঝড় তুলছে পুরুষদের মনে

Published : Jul 20, 2021, 09:23 AM ISTUpdated : Jul 20, 2021, 09:38 AM IST

বলিউডে পা রেখে নিজের ক্ষমতা ঠিক কতটা তা পরতে-পরতে প্রমাণ করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তাঁর হট লুক মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল। কিন্তু কোথাও গিয়ে কি জাহ্নবীর থেকে একটু বেশি হট খুশি, নতুন ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। 

PREV
18
জাহ্নবীর থেকে কি বেশি সুন্দর খুশি, শ্রীদেবীর আরেক মেয়ে পর্দার আড়ালেই ঝড় তুলছে পুরুষদের মনে

খুশি কাপুর, বলিউডে এখনও তিনি পা রাখেননি। ছবির জগতের সঙ্গে নেই কোনও সম্পর্ক বর্তমানে। 

28

পড়াশুনাতেই বেশি মন দিয়েছেন এখন খুশি, বিদেশে গিয়ে ফিল্ম স্টাডিস নিয়ে পড়়ছেন এই সেলেব কিট। 

38

তবে বিভিন্ন অনুষ্ঠানে জাহ্নবীর সঙ্গে তাঁকে ফ্রেমবন্দি হতে দেখা যায়। তবে একো কী, এ কোন লুকে ধরা দিলেন তিনি। 

48

অন্তর্বাস লুকে ছবি শেয়ার করতেই লাগল তাক। হট পোজে মুহূর্তে হয়ে উঠল ভাইরাল নেট পাড়ায়। 

58

জাহ্নবীর কাপুরের সঙ্গে কড়া টক্করে সামিল এবার খুশি। ছবি শেয়ার হতেই খুশির লুকে মজল নেটপাড়া। 

68

তবে জাহ্নবী কাপুরও কিছু কম যান না। একই লুকে কয়েকদিন আগেই ছবি শেয়ার করেন তিনি। 

78

মুহূর্তে সেই হট লুক ছড়িয়ে পড়েছিল নেট পাড়ায়। এবার জাহ্নবীর সেই লুককেই চ্যালেঞ্জ জানালো খুশি। 

88

মুহূর্তে তা নেট দুনিয়ায় হয়ে উঠল ভাইরাল। ভক্তদের নজর কেড়ে  দুই বোনই সোশ্যাল মিডিয়ায় পাতায় ঝড়ের বেগে ভাইরাল।

click me!

Recommended Stories