ভালোবেসে কঠিন লড়াই, পরকীয়াকে সহ্য করেই অমিতাভ ও সংসার আগলে রেখেছিলেন জয়া

Published : Aug 12, 2021, 10:12 AM IST

পর্দায় প্রথম দেখাতেই মন দেওয়া নেওয়ার পাশা চলেছিল। তখন থেকেই শুরু। একে অন্যের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন দীর্ঘদিন। রেখা ও অমিতাভের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে বেশি সময় লাগেনি। কিন্তু কোথাও গিয়ে যেন সেই সম্পর্কের মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন জয়া বচ্চন। 

PREV
110
ভালোবেসে কঠিন লড়াই, পরকীয়াকে সহ্য করেই অমিতাভ ও সংসার আগলে রেখেছিলেন জয়া
অমিতাভ বচ্চন প্রথম থেকেই রেখার ওপরে দুর্বল ছিলেন। প্রথম ছবি করেছিলেন এই জুটি দো আনজানে। সেখান থেকেই শুরু প্রেম কাহিনি। 
210
তবে নিজেদের সম্পর্কের কথা কখনই সামনে আসতে দিতেন না এই দুই তারকা। একে অপরের সঙ্গে লুকিয়ে দেখা করতেন বন্ধুর বাংলোতে। 
310
রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের খবর জানতে পেরেছিলেন জয়া বচ্চন। কুলিতে অমিতাভের দুর্ঘটনার পর তাঁকে প্রতিদিন দেখতে যেতেন রেখা। 
410
পরিস্থিতিত হাতের বাইরে যাচ্ছে দেখে রেখাকে নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছিলেন জয়া। তাঁকে প্রকাশ্যেই ডিনার টেবিলে জানিয়েছিলেন তিনি ছাড়বেন না অমিতাভকে। 
510
নীতুর বিয়েতে যখন রেখা সকলের সামনে সিঁদুর ও মঙ্গলসূত্র পরে উপস্থিত হন রেখা। সকলেই মনে রেছিলেন রেখা ও অমিতাভের বিয়ে হয়ে গিয়েছিল। 
610
এরপরই শক্ত হাতে পরিস্থিতি সামাল দেন জয়া। রেখাকে সামনে বসিয়ে জানান তিনি, কোনও মতেই ছাড়বেন না অমিতাভকে। 
710
এরই কয়েকদিনের মধ্যে রেখা প্রকাশ্যে এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, অমিতাভ পরিবার, সন্তানদের কথা মাথায় রেখেই ভয় পাচ্ছেন সম্পর্ক স্বীকার করতে। 
810
যদিও সামনে রেখা জয়ার সঙ্গে কথা বললেও তাঁদের মধ্যে থাকা চাপা অশান্তি সামনে উঠে এসেছে বহুবার। এমন কী ছবির পর্দায়ও। 
910
এই কঠিন লড়াই আজ ইতিহাস, পরিবারকে আগলে রেখে এখন রেখা জলসার মালকিন। সংসার করছেন চুটিয়ে। তবে সেই দিন আজও ভোলেনি বিটাউন।
1010
বহু তারকার সংসার এক ধাক্কায় ভেঙে গেলেও, কোথাও গিয়ে যেন অমিতাভ প্রেমকাহিনি বলিউড গসিপের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়েই রয়ে গিয়েছে।
click me!

Recommended Stories