প্রতারণা, রোগা, ভ্রু অবধি চুল এ কেমন হিরো, শ্যুটিং সেটে গিয়ে শাহরুখকে দেখেই মেজাজ হারিয়েছিলেন জুহি

আজ তিনি সুপারস্টার কিন্তু একটা সময় অনেক ধাক্কা খেতে হয়েছে শাহরুখ খানকে। প্রশ্নের মুখে এসেছে কখনো তার লুক, কখনো তার গায়ের রং। লড়াইতে শাহরুখ খান শুরু করেছিলেন তখন থেকেই। হয়েছিলেন কটূক্তির শিকার।

Jayita Chandra | Published : Apr 13, 2021 3:05 PM
110
প্রতারণা, রোগা, ভ্রু অবধি চুল এ কেমন হিরো, শ্যুটিং সেটে গিয়ে শাহরুখকে দেখেই মেজাজ হারিয়েছিলেন জুহি

জুহি চাওলার কেরিয়ার তখন পিকে, আমির খানের সঙ্গে জোট বেঁধে একের পর এক হিট ছবির শুটিং করছেন তিনি।

210

বলিউডে তখন পছন্দ করছিলেন তাকে, যার ফলে একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকে।

310

এমনই সময় হাতে আসে ইয়েস বস ছবির স্ক্রিপ্ট। পরিচালক জানান অভিনেতা নতুন।

410

তবে আমির খানের মতনই নাকি দেখতে। গল্পটা বেশ ভালো লাগে জুহির ছবির জন্য রাজি হয়ে যায়।

510

এরপর সিডিউল অনুযায়ী পৌঁছে যান শুটিং সেটে। তখনই তার প্রথম দেখার শাহরুখের সঙ্গে।

610

দেখামাত্রই চমকে ওঠেন তিনি, সাদা পোশাক কালো রোগা কপাল পর্যন্ত চুল, আমির কোথায়।

710

চিৎকার করে পরিচালককে তিনি জিজ্ঞাসা করেন, এটা আমির খানের মতো দেখতে! 

 

810

ছবি করার জন্য যদিও ততদিনে তিনি করে ফেলেছিলেন স্বাক্ষর, তাই বাধ্য হয়েই শাহরুখের সঙ্গে শুটিং করেন তিনি।

910

সবটাই ঘটে তার অনিচ্ছায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানান জুহি।

1010

পাশাপাশি তিনি আরো জানান, তিনি নাকি যাকে রিজেক্ট করেন তিনি হয়ে ওঠেন সুপারস্টার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos