কাজলের বিয়ে যেন রূপকথা, ছবি ও ভিডিও দেখে আবেগঘন শুভাকাঙ্খীরা

করোনা আবহে বিয়ে সারলেন দক্ষিণী এবং বলিউড অভিনেত্রী কাজল অগরওয়াল। করোনা আবহে অবশ্য জাকজমক মোটেই কম ছিল না তাঁর বিবাহে। পরিবার পরিজন, আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে সম্পন্ন হল তাঁর বিয়ে। নামী ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাটছড়া বেঁধেছেন কাজল। তাঁর বিয়ের ছবি, ভিডিও এখন টক অফ দ্য নেশন। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী বলে কথা। বলিউডেও বেশ কিছু কাজ করেছেন কাজল। 

Adrika Das | Published : Oct 31, 2020 2:51 PM IST
18
কাজলের বিয়ে যেন রূপকথা, ছবি ও ভিডিও দেখে আবেগঘন শুভাকাঙ্খীরা

৩৫ বছর বয়সী অভিনেত্রীর বিয়ের প্রতিটি ছবি রূপকথার চেয়ে কোনও অংশে কম নয়। 

28

মুম্বইতেই শুক্রবার বিয়ে হয়েছে কাজল এবং গৌতমের। ছবি, ভিডিও দেখে ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরছে সোশ্যাল মিডিয়ায়। 

38


বিয়ের ব্যাপারে বলিউডের অভিনেতা, অভিনেত্রীর মত কোনও রাখঢাক করেননি কাজল। 

48

বরং পাপারাৎজিদের সামনে পোজ দিয়ে ছবি তুলছেন নিজের মেহেন্দির আসর থেকেই। 

58

গোলাপি ও লাল রঙের লেহেঙ্গায় সেজে উঠেছিলেন কাজল। এবং হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে দেখা গিয়েছে গৌতমকে। 

68

বিয়ের বিষয় কোনও লুকোছাপা না রাখলেও বিয়ে হয়েছে সমস্ত নিয়মাবলী মেনে। 

78

সামাজিক দূরত্ব কড়াভাবে পালন করেছেন কাজল, এমনটাই জানা যাচ্ছে। কোনও ঝুঁকি নিয়ে বিয়ে করতে চাননি তিনি। 

88

কাজল নিজের বিয়ের, গায়ে হলুদ, মেহেন্দি প্রতিটি অনুষ্ঠানের ক্যানডিড মুহূর্ত পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।  

Share this Photo Gallery
click me!

Latest Videos