বিয়ের পর প্রথম ছবি, প্রথম কাশ্মীর, অজয়ের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত আজও ভোলেননি কাজল
কাজল ও অজয় দেবগণের সম্পর্কে থাকা এক অদ্ভূত ম্যাজিকেই মত্ত ভক্তরা। সেই লাভস্টোরিই যখন অনস্ক্রিন থেকে অফস্ক্রিনে ধরা দেয়, পর্দায় তখন রোম্যান্সের রঙই বদলে যায় সেলেবদের মধ্যে। তেমনই এক জুটি হল অজয়-কাজল।