অজয়কে আবারও বিপাকে ফেললেন সইফ আলি খান, প্রকাশ্যেই নবাবপুত্রের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন কাজল

বলিউডে নিত্য নতুন প্রসঙ্গ চলেই আসে যা তৈরি করে নয়া জল্পনা। কখনও তারকাদের বিতর্কিত মন্তব্য, কখনও আবার স্টারেদের কার্যকলাপ, যা মুহূর্তে ঝড় তোলে নেট মহলে। তেমনই এক সাক্ষাৎকারে কাজল সইফকে নিয়ে যা বলেছিলেন, তা মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। 

Jayita Chandra | Published : Oct 24, 2021 9:01 AM / Updated: Oct 24 2021, 09:38 AM IST
19
অজয়কে আবারও বিপাকে ফেললেন সইফ আলি খান, প্রকাশ্যেই নবাবপুত্রের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন কাজল

অজয় দেবগণের (Ajay Devgan) সঙ্গে সইফ আলি খান শেষ ছবি করেছেন তানাজি (Tanhaji)। তানাজি ছবি অজয় দেবগণের কেরিয়ারে ১০০ তম ছবি। যা ঝড় তোলে বক্স অফিসে (Box Office) । 

29

তাই এই ছবি নিয়ে গোটা টিমের বেজায় উত্তেজনা ছিল চরমে। কিন্তু এমনই সময় ছবির কাস্ট সইফের (Saif Ali Khan) ওপর বিমুখ কাজল (Kajol)।

39

ছবির প্রমোশনে এসে তেমনটাই জানিয়েছিলেন কাজল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্টও করেন অজয় ঘরণী।

49

সইফের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা ভালো বা খারাপ সেই বিতর্কে না গিয়ে কাজল সাফ জানিয়ে দেন সইফ ঠকিয়েছে অজয়কে।

59

একবার নয় দু দু বার। ঠিভাবে, খোলসা করে জানালেন, এই দুই অভিনেতার অভিনীত ছবি ওমকারা। সেখানে সইফ অজয়কে ঠকায়।

69

আবার একইভাবে ছবির প্রমোশনে উপস্থিত থাকলেন না সইফ। তখন তিনি সইজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন করিনা ও তৈমুরকে নিয়ে।

79

যার ফলে উপস্থিত থাকা সম্ভব হয়ে ওঠেনি প্রমোশনে। এই প্রসঙ্গেই মজার ছলে সইফকে ঠুকেছিলেন কাজল। যা মুহূর্তে নজর কাড়ে সকলের।

89

সেখানেই মজার ছলে করা কাজলের এই মন্তব্য সকলের নজর কাড়ে ও খবরের শিরোনামে জায়গা করে নেয়। বরাবরই কাজল মন খুলে কথা বলে থাকেন। 

99

কাজলের কথায় বেশিরভাগ সময়ই থাকে না তেমন কোনও রাখ ঢাক। যা এক কথায় বলতে গেলে মাঝে মধ্যেই বিতর্কও সৃষ্টি করে দেয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos