জীবনে সাফল্য আনতে চান, কাজলের তিন সিক্রেট মন্ত্র ফাঁস, কোন টোটকায় সাফল্য পেলেন কাজল

Published : Jan 29, 2021, 10:04 AM IST

জীবনে সফল কেই না হতে চায়। সকলের চোখেই কম বেশি স্বপ্ন থাকে পৃথিবী জয় করার। কিন্তু এই সাফল্যের চাবিকাঠি কী। অনেকেই আছেন যাঁরা প্রায়ই বলে থাকেন, কিছুতেই আমি পারছি না। এই না পাড়ার পেছনে থাকা কারণগুলোকে ধৈর্য ধরে ভেবে দেখেন কটা মানুষ! কাজলের জীবনে সাফল্যের গ্রাফটা নিঃসন্দেহে উর্ধমূখী। তিনি কোন মন্ত্রে বিশ্বাস করেন! 

PREV
112
জীবনে সাফল্য আনতে চান, কাজলের তিন সিক্রেট মন্ত্র ফাঁস, কোন টোটকায় সাফল্য পেলেন কাজল

শুরুটা যেমনই হোক না কেন, শেষটা যেন হয় স্বপ্নের মত। এমনভাবেই জীবনটাকে বোনার চেষ্টা করে থাকেন অনেকে। কিন্তু সঠিক মন্ত্রটা কি সকলের কাছে থাকে!

212

তাই এবার কাজল প্রকাশ্যে নিয়ে এলেন তাঁর জীবনে পথ চলার তিন মূল মন্ত্র। শূণ্য থেকে শুরু করে সুপারস্টারের সফর। 

312

পথ চলাটা যে খুব একটা সহ হয় না, তা হয়তো সকেলেরই কম বেশি জানা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে কীভাবে গড়েছিলেন কাজল! 

412

অভিনয় জগত থেকে বেশ কিছু দিন নিজেকে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী কাজল। কয়েক বছর পর আবারও তাঁর দেখা  আবারও তাঁর দেখা শাহরুখ খানের বিপরীতে। কিন্তু সেই ছবি করার পরই তিনি আবার সংসারের দিকেই নজর দিয়েছিলে। 

512

তবে আবারও পর্দায় ফিরেছেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে তানাজি দ্য আনসাঙ্গ ওয়ারিয়র ছবিতে। 

612

অজয় দবেগণের এই ছবিতে রানি লক্ষ্মী বাঈয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। দীর্ঘদিন ধরে এভাবেই নিজের জাদুতে কাবু করেখেছেন কাজল। 

712

সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সক্রিয় না হলেও মাঝে মধ্যেই দেখা মেলে তাঁর বিভিন্ন পোস্টের। সেখানেই কাজল প্রকাশ্যেই মুখ খুললেন তাঁর জীবনের সাফল্যের পেছনে মূল মন্ত্র নিয়ে। 

812

তবে কেবল তাঁর জীবনেই নয়, প্রতিটি মানুষের জীবনের সাফল্যের পেছনেই এই তিনটি ধাপ জাদুর মত কাজ করে। 

912

সম্প্রতি নিজের পোর্ট ফোলিও থেকে ছবি শেয়ার করে লিখলেন তিনটি মূল মন্ত্র কী, যেখানে উঠে আসে- ১) চেষ্টা  করে যেতে হবে, হাল ছাড়লে হবে না। 

1012

২) ব্যর্থতা, যিনি ব্যর্থতার মুখ দেখেননি তিনি নতুন করে ভেঙে গড়েননি কখনই। 

1112

৩) ব্যর্থতা থেকে শিক্ষা নাও, এবং পুনরায় চেষ্টা কর, যতদিন না পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছনো যায়। 

1212

সূত্রের খবর বৃহস্পতিবার সৌরভকে দেখতে এসে এইসব রিপোর্ট খতিয়ে দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories