লকডাউনের মাঝে যেন ঝড় বয়ে গিয়েছে কঙ্গনা রানাওয়াতের ওপর দিয়ে। শুরুটা ছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে, একের পর এক তথ্য নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। আর তার পর থেকেই ভয়াল হয়ে ওঠে কঙ্গনার মুম্বই সফর...
এরপরই যেন সব থমকে যায়। কঙ্গনা জানিয়েছিলেন, তাঁর চলচ্চিত্র জগতের কেরিয়ারে কোনও আঁচ আসতে দেবেন না তিনি।
48
কথা রাখলেন বলিউড কুইন। আনলকে একে একে সকলেই ফিরছেন শ্যুটিং সেটে। এবার শ্যুটিং ফ্লোরে ফিরলেন কঙ্গনাও।
58
শুরু হল থালাইভার শ্যুটিং। জয়ললিতার বায়োপিকে মুখ্য ভুমিকাতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।
68
প্রথম লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়য়। তাঁর প্রসথেটিক মেকআপ নিয়ে একাধিক চর্চা হয়েছিল নেট পাড়ায়।
78
লকডাউনের পর আবার সেটে ফিরলেন কঙ্গনা রানাওয়াত। শুরু করলেন থালাইভি ছবির অসমাপ্ত কাজ। সেখান থেকেই ছবি শেয়ার করলেন তিনি।
88
মঙ্গলবার সকালেই শ্যুটিং ফ্লোরের ছবি দিয়ে সকলকে জানালেন এই খবর। প্রকাশ্যে এলো জয়ললিতা লুকে কঙ্গনার ছবি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।