সর্বনাশ, হোটেলের ঘরে ডেকে উদ্দাম সঙ্গম, বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা

বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত সর্বদাই থাকেন খবরের শিরোনামে। রিয়্যালিটি শো 'লক আপ'-এ নিয়ে হাজির হয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত, যা নিয়ে বেশ চর্চায় রয়েছেন কুইন অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্মে রমরমিয়ে চলছে এই রিয়্যালিটি শো। অন্যান্য রিয়্যালিটি শো-এর থেকে এটা খানিকটা যেন আলাদা। যেখানে কারাগারের ওপারেও প্রতিনিয়ত চলছে টিকে থাকার লড়াই। এই শো-তে নিজেদের গোপন কথা ফাঁস করেছেন প্রতিযোগীরা।  এমনকী শো-এর সঞ্চালকও নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা রানউত, যা শুনলে আঁতকে উঠবেন আপনিও।

Riya Das | / Updated: May 05 2022, 08:00 AM IST
19
সর্বনাশ, হোটেলের ঘরে ডেকে  উদ্দাম সঙ্গম, বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত মানেই কন্ট্রোভার্সি। বিতর্ক যেন কখনওই তার পিছু ছাড়ছে না । একের পর এক নয়া বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। 

29

রিয়্যালিটি শো 'লক আপ'-এ নিয়ে হাজির হয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত, যা নিয়ে বেশ চর্চায় রয়েছেন কুইন অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্মে রমরমিয়ে চলছে এই রিয়্যালিটি শো। 

39

এই শো-তে নিজেদের গোপন কথা ফাঁস করেছেন প্রতিযোগীরা।  এমনকী শো-এর সঞ্চালকও নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা রানউত।

49

দিনকয়েক আগেই 'লক আপ'-রিয়্যালিটি শো-তে বড়সড় বোমা ফাটিয়েছিলেন শো-এর হোস্ট কঙ্গন রানাউত। নিজের জীবনের এমন এক গোপন কথা ফাঁস করেছিলেন কঙ্গনা যা শুনে রীতিমতো মুখের কথা বন্ধ হয়েছিল প্রতিযোগীদের। কঙ্গনা নিজের জীবনের অজানা কাহিনি সকলের সামনে তুলে ধরেছিলেন।

59


 কঙ্গনা জানান, প্রতিবছরই বাচ্চাদের উপর এই ধরনের নিগ্রহ চলেই আসছে। এমনকী আমার নিজের সঙ্গেও এমনটা হয়েছিল। আমি তখন খুবই ছোট ছিলাম। আমাদের ওখানে একটা ছেলে ছিল, যে বয়সে একটু বড় ছিল এবং সে আমাকে খারাপভাবে স্পর্শ করত। আমিও তখন এইসব বুঝতাম না।  ছেলেটি তখন যৌনতা বুঝতে শিখেছে। আমাকে ডেকে জামাকাপড় খুলে নগ্ন হতে বলত। তারপর সারা শরীর পর্যবেক্ষণ করত।

69

এই শো-তে নিজেদের গোপন কথা ফাঁস করেছেন প্রতিযোগীরা।  এমনকী শো-এর সঞ্চালকও নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা রানউত।
 

79

এই শো-তে নিজেদের গোপন কথা ফাঁস করেছেন প্রতিযোগীরা।  এমনকী শো-এর সঞ্চালকও নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা রানউত।

89

কঙ্গনা এদিন মিটু-র কথাও তুলে ধরনে। তিনি বলেন, যারা এই মিটু-তে অভিযুক্তের নাম সরাসরি ফাঁস করেছেন তারা আর কাজ পান না। কঙ্গনা বলেন, এই আন্দোলন যারা করেছিলেন আজ সবাই হারিয়ে গেলেন। এমনকী আমি যখন সমর্থন করেছিলাম আমাকেও ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

99

শাইসা সিন্দে নিজের এক অভিজ্ঞতা শেয়ার করেন। তারপরই কঙ্গনা বলিউডের কেচ্ছা ফাঁস করেন। শাইসা বলেন এক ডিজাইনার তাকে বাড়িতে ডেকেছিলেন। এবং তারপর বেডরুমে নিয়ে গিয়ে সঙ্গমে লিপ্ত হন। এই কথা কোনওদিনই কাউকে বলিনি কারণ ওই ডিজাইনার আমার খুবই পছন্দের ছিলেন। তবে এই কাজ আরও অনেকের সঙ্গেই করেছিলেন তিনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos