কঙ্গনা (Kangana Ranaut) জানিয়েছেন, বয়স মাত্র ১৯ বছর। তখন তিনি লমহে' ছবির শুটিং করছিলেন। আমার চরিত্রটি বেশ ট্রমাটাইজড ছিল। যা তার স্নায়ুর উপরে ভীষণ চাপ পড়ত। আমি শট থেকে বেড়িয়েই একটা সিগারেট ধরিয়ে নিতাম। তখন আমাকে অনেকেই পরামর্শ দিয়েছিল, বেঁচে থাকতে কোনও কিছুর উপর অভ্যস্ত হওয়া উচিত হয়।