বলিউড পার্টি মানেই ড্রাগের আসর, রয়েছে তাবড় তাবড় অভিনেতাদের যোগ, বিস্ফোরক বয়ান কঙ্গনার

Published : Aug 30, 2020, 12:20 PM ISTUpdated : Aug 30, 2020, 01:12 PM IST

একের পর এক বিস্ফোরক মন্তব্য করে ভাইরাল হয়ে উঠেছে কঙ্গনা রানাওয়াত। বলিউডের অন্দরমহলের একাধিক কেচ্ছা কাহিনি এখন তাঁরপ মুখে। প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে পড়তে থাকা কঙ্গনার পোস্ট ঘিরে শুরু জল্পনা। এবার কী খোলসা করলেন কুইন...

PREV
18
বলিউড পার্টি মানেই ড্রাগের আসর, রয়েছে তাবড় তাবড় অভিনেতাদের যোগ, বিস্ফোরক বয়ান কঙ্গনার

বলিউড অন্দরমহলের একের পর এক তথ্য ভাইরাল নেটপাড়ায় তাঁরই হাত ধরে। বিস্ফোরক কঙ্গনা রানাওয়াতের একাধিক মন্তব্য ঘিরে জল্পনা। 

28

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কেন কোনও কথা বলছে না বলিউড, এবার কারণ দেখালেন কঙ্গনা। জানালেন বলিউড মাফিয়াদের নিয়ে একাধিক তথ্য। 

38

সম্প্রতি বলিউডে ড্রাগ ও ডোপ নিয়ে তদন্ত হোক, এমনই দাবি ওঠে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করেই এবার একের পর এক প্রশ্ন উঠে আসছে সামনে।

48

ড্রাগের যোগ নিয়ে মুখ খুলে কঙ্গনা জানালেন, বলিউডে পার্টি মানেই ড্রাগের আসর। নেপোটিজমের আঁতুরঘরও সেই পার্টিই। 

58

এখান থেকেই ড্রাগের নেশা শুরু হয়। পরবর্তীতে যদি কেউ তা ছাড়তে চায় বা মুখ খোলার চেষ্টা করে তবে তাঁদের চুপ করিয়ে দেওয়া হয়। 

68

সুশান্তের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল বলে কঙ্গনার দাবি। তিনি আরও জানান, এই ড্রাগের বিষয় যুক্ত রয়েছে বলিউডের বাঘা বাঘা অভিনেতারা। 

78

কেবল অভিনেতা-অভিনেত্রীরাই নন, পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও বিষয়টা স্পষ্ট। তাই সবটা জেনেও সবাই মুখে কুলুপ এঁটে রয়েছেন। 

88

কঙ্গনার কথায় তাঁর মুখও বন্ধের চেষ্টা করা হয়েছে। বলিউডের অন্দরমহলে এমনই হাজারও রহস্য লুকিয়ে, যা প্রকাশ্যে আনতে শেষ দেখে ছাড়বেন বলে জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories