বলিউডের পর্দা ফাঁস করতে রাজি কঙ্গনা, বাড়ছে ঝুঁকি, কেন্দ্রের কাছে সুরক্ষা চাইলেন কুইন

Published : Aug 27, 2020, 10:22 AM ISTUpdated : Aug 27, 2020, 11:22 AM IST

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেট দুনিয়ায় মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়াতে তিনি কখনই ছিলেন না, তাঁর টিমই চালাতো কঙ্গনার পেজ। এবার নিজেই হাজির তিনি নেট দুনিয়ায়। জানালেন সুশান্তের মৃত্যুই তাঁকে বুঝিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা। তবে তিনি নিজে একাধিক তথ্য ফাঁস করতে চাইলে তাঁকেও মেরে ফেলা হবে না তো, কীসের ভয় পাচ্ছেন কুইন... 

PREV
110
বলিউডের পর্দা ফাঁস করতে রাজি কঙ্গনা, বাড়ছে  ঝুঁকি, কেন্দ্রের কাছে সুরক্ষা চাইলেন কুইন

সুশান্ত সিং রাজপুতের কেসে উঠে এসেছে একাধিক মোড়। এবার নয়া তদন্তের দিকে ঝুঁকেছে সিবিআই। মাদকচক্রে জড়িত থাকার অভিযোগ উঠছে একাধিক। 

210

সুশান্ত সিং রাজপুত নাকি নিতেন বিদেশী নামী-দামী মাদক। এই খবর ছড়িয়ে পড়ার পরই একাধিক তথ্য হয়ে ওঠে ভাইরাল। 

310

সেখান থেকেই রিয়ার মাদক চক্রে যুক্ত থাকা নিয়েও উঠে আসে হাজারও জল্পনা। এই সমস্ত কিছুতেই কড়া নজর রেখে চলেছে কঙ্গনার। 

410

তাঁর কথায়, বলিউডে তিনি জোর করে নিজের দক্ষতাতে জায়গা করে নিয়েছেন, বলিউড কখনই তাঁকে আপন করেনি।

510

তাই বলিউডের এমন অনেক খবরের হদিশ তিনি দিতে পারেন যা মুহূর্তে ঝড় তুলতে পারে নেট মহলে। সুশান্তের মৃত্যু নিয়েও তাঁর একই মত। 

610

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কঙ্গনা লেখেন, সুশান্ত অনেক কিছুই জানতে পেরে গিয়েছিলেন। যা থেকে তাঁকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল বলিউড।

710

একইভাবে এখন প্রাণ নিয়ে ঝুঁকি বোধ করছেন কঙ্গনা রানাওয়াত। মাদকের প্রসঙ্গ উঠে আসতেই তিনি বিস্ফোরক মন্তব্য করেন। 

810

মাদক আর বলিউডের যোগ নিয়ে যদি তদন্ত করা হয়, তবে অনেক বড় বড় সেলিব্রিটি ব্যান হয়ে যাবে। এই নিয়ে মুখ খুলতে রাজি তিনি। 

910

তাই সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করলেন, যে বলিউড নিয়ে মুখ খুললে তাতে বেড়ে যাবে তাঁর প্রাণ ও কেরিয়ার নিয়ে ঝুঁকি। 

1010

তাই এবার কেন্দ্রিয় সরকারের কাছে সুরক্ষা চেয়ে পোস্ট করলেন কঙ্গনা। কঙ্গনার এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া মাত্রই ট্রেন্ড হতে শুরু করে কঙ্গনাকো সুরক্ষা দো...

click me!

Recommended Stories