Published : May 28, 2020, 06:29 PM ISTUpdated : May 28, 2020, 06:33 PM IST
বলিউডের কন্ট্রোভার্সি কুইন বললেই একজনের নাম মাথায় আসে তিনি হলেন কঙ্গনা রানাউত। সবসময়েই কোনও না কোনও গসিপে সবার শীর্ষে উঠে আসে তার নাম। একাধিক সম্পর্কে জড়িয়ে জীবনে নানা রকমের সময়ের মধ্যে দিয়ে দিন কেটেছে তার। সত্যিই তিনি 'কুইন'। রানির মতোনই তার জীবন-যাপন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলি অভিনেত্রী কঙ্গনার স্বপ্নের অন্দরমহলের কিছু ঝলক। দেখে নিন একনজরে।
সূত্র থেকে জানা গেছেস পালি হিল ৫-এ কঙ্গনার এই বাংলোর দাম ৪৮ কোটি টাকা।
712
বাংলোর অন্দরসজ্জাতেই রয়েছে অনেক চমক। একাধারে প্রচুর গাছ, খোলা আকাশের নীচে ক্যাফেটেরিয়া। সব মিলিয়ে এ যেন স্বপ্নের রাজমহল।
812
দেওয়ালের রং থেকে আসবাবপত্র প্রতিটি জিনিসেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। বিশেষ অর্ডার দিয়ে বানানো এই আসবাবপত্রের ডিজাইনেও রয়েছে আধুনিকতা, যা কোথাও সচরাচর চোখে পড়বে না।
912
বাংলোর ভিতরেই রয়েছে মেডিটেশন করার আলাদা জায়গা। যা অন্যান্য জগত থেকে সম্পূর্ণ ভিন্ন। একদম শান্ত পরিবেশ যেখানে গেলেই মনটা একদম অন্যরকম হয়ে যাবে।
1012
ওয়ার্কপ্লেসের জন্য সম্পূর্ণ আলাদা জায়গা রয়েছে। যেখানে অনেকজন বসারও জায়গা রয়েছে।
1112
বাংলোর সিড়ি থেকে প্রতিটি আলোর মধ্যেও রয়েছে এক মোহ।