সত্যিই যেন 'কুইন' -এর স্বপ্নের রাজমহল, দেখে নিন চোখধাঁধানো বাংলোর অন্দরমহল

বলিউডের কন্ট্রোভার্সি কুইন  বললেই একজনের নাম মাথায় আসে তিনি হলেন কঙ্গনা রানাউত। সবসময়েই কোনও না কোনও গসিপে সবার শীর্ষে উঠে আসে তার নাম। একাধিক সম্পর্কে জড়িয়ে জীবনে নানা রকমের সময়ের মধ্যে দিয়ে দিন কেটেছে তার। সত্যিই তিনি 'কুইন'। রানির মতোনই তার জীবন-যাপন।  সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলি অভিনেত্রী কঙ্গনার স্বপ্নের অন্দরমহলের কিছু ঝলক। দেখে নিন একনজরে।

Riya Das | Published : May 28, 2020 12:59 PM IST / Updated: May 28 2020, 06:33 PM IST
112
সত্যিই যেন 'কুইন' -এর স্বপ্নের রাজমহল, দেখে নিন চোখধাঁধানো বাংলোর অন্দরমহল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের অন্দরমহলের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে।

212


মুম্বইয়ের পালি হিল এলাকায় তার বিলাসবহুল বাংলোর ছবি দেখলে আপনিও চমকে যাবেন।

312


পালি হিলের  এই বাংলো কেবল বসবাসের জন্যই নয়, কঙ্গনার নতুন প্রযোজনা হাউসের ওয়ার্কস্টেশনের জন্যই এই বাংলো। 

412


কঙ্গনা এই বাংলোর নাম দিয়েছেন মণিকর্ণিকা ফিল্মস। ডিজাইনার শবনম গুপ্তার প্ল্যানে তৈরি করা এই বাংলো।

512


বাংলোর পুরো থিমটাই পরিবেশ বান্ধব। স্বপ্নের মতো সুসজ্জিত এই বাংলোর পুরোটাই প্লাস্টিক ফ্রি।

612

সূত্র থেকে জানা গেছেস পালি হিল ৫-এ কঙ্গনার এই বাংলোর দাম ৪৮ কোটি টাকা। 

712

বাংলোর অন্দরসজ্জাতেই রয়েছে অনেক চমক। একাধারে প্রচুর গাছ, খোলা আকাশের নীচে ক্যাফেটেরিয়া। সব মিলিয়ে এ যেন স্বপ্নের রাজমহল।

812

দেওয়ালের রং থেকে আসবাবপত্র প্রতিটি জিনিসেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। বিশেষ অর্ডার দিয়ে বানানো এই আসবাবপত্রের ডিজাইনেও রয়েছে আধুনিকতা, যা কোথাও সচরাচর চোখে পড়বে না।

912


বাংলোর ভিতরেই রয়েছে মেডিটেশন করার আলাদা জায়গা। যা অন্যান্য জগত থেকে সম্পূর্ণ ভিন্ন। একদম শান্ত পরিবেশ যেখানে গেলেই মনটা একদম অন্যরকম হয়ে যাবে।

1012

ওয়ার্কপ্লেসের জন্য সম্পূর্ণ আলাদা জায়গা রয়েছে। যেখানে অনেকজন বসারও জায়গা রয়েছে।

1112

বাংলোর সিড়ি থেকে প্রতিটি আলোর মধ্যেও রয়েছে এক মোহ।

1212

পুরো ইউরোপীয়ান ধাঁচে সাজানো হয়েছে এই বাংলোকে।  প্রতিটা  ঘরের অন্দরসজ্জাও ভিন্ন।

Share this Photo Gallery
click me!

Latest Videos