'তৈমুর হওয়ার সময় উত্তেজনার বশে বহু ভুল করেছি', এবার কড়া সতর্কতায় করিনা

করিনা কাপুর এবার দ্বিতীয় বার মা হতে চলেছেন। তাই অভিজ্ঞতাও অনেক। তাই তেমন কোনও ভুল আর নয়। নিজেই এবার গুছিয়ে  নেবেন সবটা। প্রথমবার উত্তেজনার বশে একাধিক ভুল করে ফেলেছিলেন। এবার খোলসা করলেন সইফ ঘরনী। 

Jayita Chandra | Published : Sep 14, 2020 12:20 PM IST / Updated: Sep 14 2020, 05:53 PM IST
18
'তৈমুর হওয়ার সময় উত্তেজনার বশে বহু ভুল করেছি', এবার কড়া সতর্কতায় করিনা


দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর। বয়েসের ভারেই এবার একটু যেন বেশি সতর্কতা নিতে হচ্ছে। তবে তৈমুরের বেলায় অনেক ভুল ছিল করিনার। 

28

সম্প্রতি এক সাক্ষাৎারে এই নিয়ে মুখ খোলেন করিনা কাপুর। তিনি সাফ জানিয়েছেন, সব বছরের থেকে ২০২০ অনেক আলাদা। 

38

তাই সাবধানতা মেনে চলতে হচ্ছে অনেক। সতর্কতা মেনে থাকতে হচ্ছে। কোনও ভুল করলে চলবে না। 

48

যদিও তৈমুরের বেলায় তা প্রথম অভিজ্ঞতা বলে একাধিক ভুল করে বসেছিলেন তিনি। 

58

সাক্ষাৎকারে সিবীকার করলেন করিনা কাপুর, জানালেন মোটের ওপর ২৫ কেজি ওজন বেড়েছিল তাঁর।

68

এবার তেমনটা তিনি করবেন না। তখন সবার কথা শুনতেন, যে ভালোেসে যা দিত খেতেন। মুখে যা ভালো লাগত তাই পাতে পড়ত। সকলের যত্নে বেশ অন্য অনুভুতি। 

78

কিন্তু এবার ডায়েটে কড়া নজর দেবেন করিনা কাপুর। ইচ্ছে মত পদ আর খাবেন না তিনি। সেই দিকেই এখন বিশেষ খেয়াল রাখছেন। 

88

একটু দেড়িতেই নিচ্ছেন দ্বিতীয় সন্তান, তাই শরীরের বিশেষ যত্নের প্রয়োজন বলেও জানান তিনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos