'মায়ের কাছে কি এখনও ভার্জিন', গা গরম করা প্রশ্ন করে সটান কিয়ারার বেডরুমে ঢুকে পড়লেন করণ, তারপর?

 বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই সমানে সমানে টক্কর চালাচ্ছেন কিয়ারা আদবানি।  অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন কিয়ারা আদবানি। ডাব্বু রত্নানির নগ্ন ফোটোশ্যুটে থেকে 'লাস্ট স্টোরিজ'-এ স্বমেহনের দৃশ্যে ভাইব্রেটর ব্যবহারে ঝড় তুলে নিয়েছিলেন কিয়ারা।  কিন্তু বাস্তবে খুল্লামখুল্লা সেক্স ও যৌনতা না পসন্দ কিয়ারার। বহুবার এমন কথা নিজে মুখে স্বীকার করেছেন কিয়ারা। তবে এবার কফি উইথ করণ-এ কিয়ারার বেডরুম সিক্রেট ফাঁস হল। ভার্জিনিটি নিয়ে প্রশ্ন তুলতে ছাড়লেন না করণ জোহর, তার উত্তরে কী বললেন কিয়ারা, জানলে চমকে যাবেন।

Riya Das | Published : Aug 27, 2022 4:43 AM IST
110
 'মায়ের কাছে কি এখনও ভার্জিন', গা গরম করা প্রশ্ন করে সটান কিয়ারার বেডরুমে ঢুকে পড়লেন করণ, তারপর?

নগ্ন ফোটোশ্যুটে থেকে 'লাস্ট স্টোরিজ'-এ স্বমেহনের দৃশ্যে ভাইব্রেটর ব্যবহারে ঝড় তুলে নিয়েছিলেন কিয়ারা।  কিন্তু বাস্তবে খুল্লামখুল্লা সেক্স ও যৌনতা না পসন্দ কিয়ারার। বহুবার এমন কথা নিজে মুখে স্বীকার করেছেন কিয়ারা। তবে এবার কফি উইথ করণ-এ ফাঁস হল কিয়ারার বেডরুম সিক্রেট । 

210

মাত্র কয়েকদিনের মধ্যেই যেন জমে উঠেছে 'কফি উইফ করণ'-এর সাত নম্বর সিজন। শাহিদ কাপুরের সঙ্গেই 'কফি উইফ করণ'-এ হাজির হয়েছিলেন অভিনেত্রী কিয়ারা আদবানি। করণের পুরো এপিসোড জুড়েই ছিল সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের চর্চা । যা নিয়েই তোলপাড় বি-টাউন।

310

'কফি উইফ করণ'-এর শো মানেই সেলেবদের সেক্স লাইফ নিয়ে চর্চা। আর সেটা সকলেই এতদিনে জেনে গেছেন। করণ-এর শো-তে ইতিমধ্যেই একাধিক তারকার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এবং করণ জোহরও সবসময়েই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। তার মধ্যে যৌনজীবন ও সম্পর্কই বেশি প্রাধান্য পায়। এবার পালা কিয়ারার।

410


করণ জোহর নিজেও জানিয়েছিলেন, তার সেক্স লাইফ একাকীত্বে ভরপুর। তবে নিজের সেক্স লাইফ যাই-হোক না কেন মুহূর্তের মধ্যে তারকাদের সেক্স লাইফের খুটিনাটি বার করে তার মতো হয়তো আর কেউ নেই। মুহুর্তের সেলেবদের বেডরুমে ঢুকে যান করণ জোহর।

510

শাহিদ কাপুরের সঙ্গেই 'কফি উইফ করণ'-এ হাজির হয়েছিলেন অভিনেত্রী কিয়ারা আদবানি। সেখানেই কিয়ারাকে বলতে শোনা যায়, আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে অনেকটা বেশি। তারপর কিয়ারার পেট থেকে সত্যিটা বার করে নেন করণ। তারপরই শাহিদ পাশ থেকে বলতে শুরু বলেন, খুব গুডলুকিং কাপল কিন্তু। তাতে করণের জবাব, বাচ্চারা দারুণ দেখতে হবে।

610


নায়ক-নায়িকাদের হাঁড়ির খবর করণের চেয়ে ভাল আর কেউ জানে না। তাও আবার ক্যামেরার সামনে সবটা যেন বের করে নিতে চান করণ। চ্যাট শো-তে বিঙ্গো রাউন্ডে একের পর এক বোমা ফাটান করণ। আর করণের প্রশ্নের মুখে পড়ে অবস্থা খারাপ হয় কিয়ারার।

710


বিঙ্গো রাউন্ডে এক জায়গায় লেখা ছিল, বিছানায় রোল প্লে করা। বিবাহিত শাহিদ খুব বেশি কিছু ভাবনা চিন্তা না করে সহমত হয়ে যায়। তবে কিয়ারা পড়ে যান সমস্যা। তখনই করণ জিজ্ঞাসা করেন, 'তুমি বিছানায় কোনওদিন চোরপুলিশ বা অন্যকিছু খেলোনি?'।

810

শাহিদ পাল্টা বলেন, কিয়ারা বড্ড মিথ্যাবাদী। দুজনের কথোপকথনের পর মুচকি হেসে কিয়ারা বলেন, 'আমার মা এই অনুষ্ঠান দেখবেন'। এরপরই করণ বলে ওঠেন, 'তোমার মা কী ভাবেন আমার মেয়ে ভার্জিন?' তবে কিয়ারাও বলে ওঠেন আমি সেটাই আশা করছি।
 

910


তবে শাহিদ কি বিছানায় ডাক্তার সেজেছেন, করণের এই  প্রশ্নের জবাবে শাহিদ বলেন, ভিন্ন ভিন্ন সম্পর্কে বিভিন্ন রকমের রোল প্লে করতে হয়।তবে কিয়ারা নিজের সেক্সলাইফ নিয়ে কিছু না বললেও শাহিদ খুল্লামখুল্লাই উত্তর দিয়ে করণের মুখ বন্ধ করে দিয়েছেন।

1010


কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ।  করণ জোহরের  শো কফি উইথ করণ-এ প্রথমবার নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ। করণ জোহরের কফি কাউচে বসে একের পর এক বোমা ফাটাতে শুরু করেছিলেন শাহিদ কাপুর। তবে কিয়ারাও কম কিসে। এখানেই শেষ নয়, শাহিদ আরও বলে বসলেন চলতি বছরের শেষের দিকেই আসবে বড় খবর। আর সেটা সিনেমার খবর নয় একেবারেই। তারপর থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কি চলতি বছরের শেষেই চারহাত এক হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos