Published : May 18, 2021, 08:57 AM ISTUpdated : May 18, 2021, 09:46 AM IST
করিনা কাপুর ও সারা আলি খান, এক কথায় বলতে গেলে এই দুয়ের মধ্যে থাকা সম্পর্ক যে মোটেও সুবিধের নয়, তা অনেকেরই জানা। পদে পদে মালুম পড়ে ঠিক কোনও পর্যায় পৌঁচ্ছেছে এই বিবাদ। তা আরও একবার সকলের সামনে উঠে এলো।