সৎ মা বলেই কি সারাকে সহ্য করতে পারেন না করিনা, কী এমন ঘটল, যা নিয়ে সম্পর্কের বিবাদ প্রকাশ্যে উঠে এলো

Published : May 18, 2021, 08:57 AM ISTUpdated : May 18, 2021, 09:46 AM IST

করিনা কাপুর ও সারা আলি খান, এক কথায় বলতে গেলে এই দুয়ের মধ্যে থাকা সম্পর্ক যে মোটেও সুবিধের নয়, তা অনেকেরই জানা। পদে পদে মালুম পড়ে ঠিক কোনও পর্যায় পৌঁচ্ছেছে এই বিবাদ। তা আরও একবার সকলের সামনে উঠে এলো। 

PREV
18
সৎ মা বলেই কি সারাকে সহ্য করতে পারেন না করিনা, কী এমন ঘটল, যা নিয়ে সম্পর্কের বিবাদ প্রকাশ্যে উঠে এলো

করিনা কাপুর ও সারা আলি খানের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ যে মোটেও ভালো নয়, তা একাধিকবার প্রকাশ্যেই ধরা দিয়েছে। 

28

কখনও এক ফ্রেমে ক্লিক করার সময় বজায় রাখা দুরত্ব, কখনও আবার একে অন্যের বিষয় মন্তব্য করা নিয়ে বিতর্ক। 

38

করিনা কাপুর ও সারার মধ্যে থাকা ঠাণ্ডা লড়াইটা যেন ক্রমেই সকলের সামনে উঠে আসছে। এবার তা আরও একবার চোখে আঙুল দিয়ে দুই তারকাই দেখিয়ে দিলেন। 

48

সোশ্যাল মিডিয়ায় মোটেও অ্যাক্টিভ নন করিনা কাপুর। নিজের কোনও অ্যাকাউন্টও নেই তাঁর। তবে লকডাউনে সকলেই ঝুঁকেছেন সেই দিকে। 

58

তাই আর বাদের খাতায় না থেকে নেট পাড়ায় হাজির খোদ করিনা কপুর। নিজের অ্যাকাউন্ট থেকে খুব কম সংখ্যক মানুষকেই ফলো করছেন তিনি। 

68

তবে পরিবারের সকলকেই ফলো করেছেন, বাদের খাতায় কেবলই রয়েছে সারা আলি খান। উল্টো দিকে, সারার অ্যাকাউন্টেও নেই করিনা কাপুর। 

78

করিনা কাপুর নিজের অ্যাকাউন্ট খোলা নিয়ে সাফ জানিয়েছিলেন, অনেকেই তাঁকে প্রশ্ন করে থাকে, কেন তাঁর এত ফ্যান পেজ! 

88

এরপরই তিনি স্থির করেছিলেন ভক্তদের কাছে সঠিক খবর ও সব আপডেট পৌঁচ্ছে দিতে তিনি নিজেই খুলবেন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট। 

click me!

Recommended Stories