তৈমুরের সামনেই প্রায় বেআব্রু অন্তঃসত্ত্বা করিনা, ছবি তুলছেন সইফ, চরম নিন্দার মুখে পটৌডি বেগম

মা হতে চলেছেন করিনা কাপুর খান। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে নানা প্রস্তুতি। পরিবার, ঘনিষ্ঠ মহল করিনার দ্বিতীয় সন্তানের আগমণের খুশি ব্যক্ত করেছে সোশ্যাল মিডিয়ায়। তৈমুর আলি খান এতদিন ছিল সকল পাপারাৎজি এবং নেটিজেনদের প্রিয় স্টারকিড। এখন তাঁকে ছাপিয়ে আসছে নতুন অথিতি। সেই নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে কাপুর এবং পটৌডি পরিবার। এই আনন্দের মাঝেই ট্রোলের মুখে পড়লেন করিনা কাপুর। তাঁর পোশাকই হয়ে উঠল এর কারণ। 

 

 

Adrika Das | Published : Aug 19, 2020 12:14 PM / Updated: Aug 19 2020, 05:11 PM IST
18
তৈমুরের সামনেই প্রায় বেআব্রু অন্তঃসত্ত্বা করিনা, ছবি তুলছেন সইফ, চরম নিন্দার মুখে পটৌডি বেগম

দিন কতক আগে সইফ আলি খানের শার্ট পরে ফোটোশ্যুট করেছিলেন করিনা। ছবিগুলি তুলে দিয়েছিলন সইফই। 

28

ছবিগুলিতে নিঃসন্দেহে করিনার হটনেস চড়িয়েছে উষ্ণতার পারদ। এবং সেখানেই হয়েছে সমস্যা। 

38

পরণে শুধুমাত্র সইফের শার্ট। অঙ্গে নেই আর কোনও কাপড়। ভারতীয় সংস্কৃতিকে লঙ্ঘন করেছেন করিনা। 

48

একাংশ নেটিজেনের দাবি, তিনি মা হতে চলেছেন। এমন অবস্থায় তিনি যে ফোটোশ্যুট করেছেন তা অশ্লীলতা ছাড়া আর কিছুই না।

58

অনেকে করিনাকে কমেন্ট সেকশনে এও প্রশ্ন করেছে, "আপনার শরীরের আশি শতাংশের বেশি বেআব্রু। আপনার হবু সন্তান এবং তৈমুর দেখলে তা কি ভাল হবে।"

68

নেটিজেনরা লিখেছে, "তৈমুরের সামনেই এমন ফোটোশ্যুট করেছেন আপনারা। সন্তান কী শিখবে মা-বাবার থেকে।"

78

মরাল পুলিসিং শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৈমুরের সামনে এমন 'অশ্লীল' আচরণ করতে বারণ করছে সাইবারবাসী। 

88

করিনা অবশ্য কমেন্ট সেকশনের দিকে তাকান কি না সে বিষয় রয়েছে যথেষ্ট সন্দেহ। ইতিমধ্যে সুশান্ত ভক্তরা করিনার এই খুশিতে সামিল হওয়া তো দূরের বিষয়, তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়েও তুলেছে প্রশ্ন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos