একেই বলে বৃহস্পতি তুঙ্গে, একের পর এক সুখবরের বন্যা বইছে করিনা পরিবারে, এবার কোন নতুন চমক

একের পর এক সুখবর শেয়ার করে চলেছেন করিনা কাপুর। ২০২০ সালেই নতুন ছবির শ্যুটিং-এ ছিলেন ব্যস্ত। তারই মাঝে খবর দিয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা। এরপর বছর ঘুরতেই কোল আলো করে এলো সন্তান। তার কয়েকদিনের মধ্যেই আবারও খুশির খবর করিনার পরিবারে। 

Jayita Chandra | Published : Mar 10, 2021 8:55 AM
110
একেই বলে বৃহস্পতি তুঙ্গে, একের পর এক সুখবরের বন্যা বইছে করিনা পরিবারে, এবার কোন নতুন চমক

হাতে একের পর এক ছবির প্রস্তাব। গুড নিউজ ছবি মুক্তি থেকেই যেন গুড নিউজের ঝড় তুলেছেন তিনি। 

210

সেই ছবি ছিল সুপারহিট। তারপর আমিরের সঙ্গে লাল সিং চাড্ডার শ্যুটিং শুরু করা। সেই সেট থেকেও ভাইরাল বেবো। 

310

কয়েকমাস যেতে না যেতেই তিনি সুখবর শোনালেন, আবারও মা হতে চলেছেন। যার ফলে খুশির জোয়ার বইতে থাকে ভক্তমহলে।

410

এরই কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়ে ওঠে আরও এক খবর, নতুন বাড়িতে প্রবেশ করতে চলেছেন সইফিনা। 

510

এরপর কোল আলো করে এলো নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের মা হলেন করিনা কাপুর। খুশির জোয়ার নেট পাড়ায়। 

610

এবার পালা নতুন গাড়ির। সদ্য করিনা কাপুরকে দেখা গেল সইফের সঙ্গে বাড়ির বাইরে আসতে। 

710

গেটের সামনে রাখা ছিল বড় এক এসইউভি। তারই টেস্ট ড্রাইভ করলেন করিনা কাপুর ও সইফ। 

810

বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে আবার তাঁরা বাডড়িতে প্রবেশ করলেন, যার ফলে বলাই চলে, কয়েকদিনের মধ্যে বাড়ি আসতে চলেছে এই অতিথি। 

910

মুহূর্তে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। যা দেখে চোখ কপালে ভক্ত মহলের। একেই বলে গোল্ডেন টাইম। 

1010

ফলে বোঝাই যায়, এখন করিনার পরিবারে খুশির জোয়ার। একের পর এক সুখবরে ভাসছে এখন এই সেলেব জুটি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos