কোন পুরুষের সঙ্গে চুম্বনে লিপ্ত করিনা, ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন তোলে দর্শক

Published : Oct 22, 2020, 01:02 PM IST

কাপুর পরিবারের অমতে গিয়েই করিশ্মা কাপুর শুরু করেছিলেন নিজের বলিউডের যাত্রা। যার জেরে তাঁর পরিবারের সঙ্গে নষ্ট হয়েছিল কাপুর পরিবারের বাকি সদস্যদের সম্পর্ক। করিশ্মাকে দেখে সাহস পেয়েছিলেন করিনাও। ভক্তদের মতে, দিদির তৈরি করা পথে হেঁটে তিনি আজ করিশ্মার থেকেও জনপ্রিয়। করিনার বোল্ডনেসের প্রসঙ্গ উঠলে তিনি হয়তো সত্যিই করিশ্মার চেয়েও অতিরিক্ত বোল্ড। যার জেরে তিনি এমনকি বিজ্ঞাপনেও ঘনিষ্ঠ হতে দ্বিধাবোধ করেননি। 

PREV
18
কোন পুরুষের সঙ্গে চুম্বনে লিপ্ত করিনা, ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন তোলে দর্শক

প্রায় এক দশক আগে একটি পানীয়র বিজ্ঞাপনে করিনা এবং প্রিয়ঙ্কা চোপড়া অভিনয় করেছিলেন। 

28

'এয়াতরাজ' ছবির জনপ্রিয়তার কারণে করিনা এবং প্রিয়ঙ্কা সেই সময় একটি ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে কোলাবোরেট করেছিলেন।

38

সেই ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনে শাহরুখ খানও ছিলেন। তবে সেই বিজ্ঞাপনে তেমন কোনও বোল্ডনেস ধরা পড়েনি। 

48

ধরা পড়েছিল অন্য একটি বিজ্ঞাপনে। যেখানে করিনা এবং প্রিয়ঙ্কা ছাড়াও ছিলেন এক পুরুষ মডেল।

58

যার সঙ্গে ঘনিষ্ঠতায় মজেছিলেন দুই বলি নায়িকা। প্রিয়ঙ্কার ঘনিষ্ঠতা তেমন চোখে না পড়লেও, করিনার ঘনিষ্ঠতা নিয়ে উঠেছিল প্রশ্ন। 

68

সেই পুরুষ মডেলের সঙ্গে একটি কয়েক সেকেন্ডের বিজ্ঞাপনে এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন যে মাথায় হাত পড়েছিল দর্শকমহলের। 

78

সেই পুরুষ মডেলকে চেপে ধরে এমনভাবে করিনা চুম্বনে লিপ্ত হন যা দেখে একাংশ দর্শকরা নিন্দা শুরু করেছিলেন। 

88

যদিও বিজ্ঞাপনের চিত্রনাট্যেই এমন বিষয়বস্তু ছিল। তবে একটি বিজ্ঞাপনের জন্য এমন চিত্রনাট্য, এমন দৃশ্যের কী প্রয়োজন, প্রশ্ন তোলে দর্শক।  

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories