আর মাত্র কিছুক্ষমের অপেক্ষা। এরপরই মিলবে সুসংবাদ। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
জ্যোতিষীর কথা অনুযায়ী মেয়ে হবে করিনার। তাই বোনের পথ চেয়ে মায়ের সঙ্গে হাসপাতাল ছুঁল ছোট্ট তৈমুর।
শুত্রবার বেলাতেই এই সেলেব পরিবার প্রস্তুত নতুন অতিথিকে স্বাগত জানাতে।
আগে থেকেই এই ডেট জানিয়ে দিয়েছিল কাপুর পরিবার। তবে ভক্তদের মনে আনন্দ হলেও খুব একটা উচ্ছাস নেই।
কারণ একটাই, তৈমুরের মত এই সদ্য জাতের ছবি হাতে গরমে আর মিলবে না।
কারণ এই জুটি এখন হেঁটেছে অনুষ্কা ও বিরাটের পথেই। তাঁদের মত তাঁরাও নিষেধাজ্ঞা জারি করেছেন নতুন সন্তানকে নিয়ে।
ছবি আনা যাবে না প্রকাশ্যে। যার ফলে নতুন অতিথি খবর মিললেও তাঁর দেখা মিলছে না এখনই।
তবে পরিবারে এখন খুশির মেজাজ. নবজাতককে নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক করিনা, এই প্রার্থণাই এখন সর্বত্র।
Jayita Chandra