'আমি তোমায় ঘৃণা করি, ভগবান তোমায় একটু সেন্স দিক', ভক্তের মুখে এই কথা শোনা মাত্রই হতবাক করিনা

Published : Jan 31, 2021, 04:39 PM IST

করিনা কাপুর মানেই বলিউডেরর হট স্টার। মুম্বইয়ের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই সেলেব মহলের উপস্থিতি সকলেই উপভোগ করেন, আর ভক্ত হলে তো কথাই নেই। মুহূর্তে থাকে ছুঁটে গিয়ে একটা সেলফি তোলার অনুরোধ করে বসে। কিন্তু একবার তেমনটা ঘটল না। 

PREV
110
'আমি তোমায় ঘৃণা করি, ভগবান তোমায় একটু সেন্স দিক', ভক্তের মুখে এই কথা শোনা মাত্রই হতবাক করিনা

করিনা কাপুরের এক ভক্তের সঙ্গে বেজায় ঝামেলাতে জড়িয়ে পড়েন বেবো। কথায় কথায় অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি। 
 

210

মুম্বই বিমান বন্দরে উপস্থিত ছিলেন করিনা কাপুর। সেখানেই  বোর্ডিং পাস সংগ্রহ জন্য অপেক্ষা করছিলেন করিনা কাপুর। 

310

এমন সময় এক ভক্তের চোখে পড়ে করিনা। তিনি বিন্দুমাত্র ইচ্ছে প্রকাশ করেনি করিনার সঙ্গে দেখা করার। কিন্তু সমস্যা হয় তাঁর সঙ্গে থাকা এক ছয় বছরের শিশুকে নিয়ে। 

410

সে বেজায় নাছোরবান্দা। করিনার সঙ্গে একটা ছবি তুলতে চায় সে। করিনার খুব ভক্ত। অনেক বোঝানোর সত্ত্বেও তাকে ভোলানো যায় না। 

510

শেষ বাধ্য হয়ে সেই ব্যক্তি করিনার কাছে গিয়ে একটি সেলফি তোলার অনুরোধ জানান। সেলফি তুলে সেখান থেকে চলে যেতে শুরু করেন করিনা। 

610

না বাচ্চাটিকে বাই বলেন, না তার দিকে তাকিয়ে একবার হাসেন করিনা। এতেই বেজায় চটে যায় সেই ব্যক্তি। মুহূর্তে প্রতিবাদ করে ওঠেন। 

710

করিনার উদ্দেশ্যে বলেন, এত দিন তোমায় ঘৃণা করতাম তোমার অভিনয়ের জন্য, এবার থেকে তোমায় ঘৃণা করব তোমার ব্যবহারের জন্য। 

810

অবাক হয়ে করিনায় বলেন আমাকে অসন্মান করার সাহস তুমি পাও কি করে!  চুপ না থেকে সেই ব্যক্তি বলতেই থাকেন, একজন ডিভোর্সিকে বিয়ে করেছো। 

910

ভগবান তোমায় সেন্স দিক, এই বলে সেখান থেকে চলে যান এই ব্যক্তি। তার কথায় তিনি করিনাকে ঠিক যা বলতে চেয়েছিলেন ঠিক তাই বলেছিলেন। 

 

1010

যদিও নুরতের কথায় এই বিষয় তাঁর কাছে নতুন কিছুই নয়। তাই এই নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ নুসরত। 

click me!

Recommended Stories