এবার সুশান্ত নয়, সারা ডেটিং করছে কার্তিককে, জানতে পেলে কী বলেছিলেন করিনা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুহূর্তে তোপের শিকার হয়েছিলেন করিনা কাপুর। কারণ ছিল একটাই। মেয়ে সারার প্রথম ছবির সঙ্গে হিরোর ডেটিং তিনি মেনে নিতে পারেননি। কিন্তু কার্তিক, তার বেলা কী বলেছিলেন বলিউডে বেবো! 

Jayita Chandra | Published : Feb 10, 2021 4:12 AM IST
19
এবার সুশান্ত নয়, সারা ডেটিং করছে কার্তিককে, জানতে পেলে কী বলেছিলেন করিনা

সুশান্ত সিং রাজপুতকে ডেটিং করছেন সারা। এই খবর পাওয়া পর রীতিমত রেগে গিয়েছিলেন করিনা কাপুর।

29

প্রকাশ্যে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন তিনি, জানিয়েছিলেন, তোমার ছবির প্রথম হিরোকে দয়া করে ডেট করোনা। 

39

সেই ভিডিও ক্লিপিং ভাইরাল হয়ে পড় নেট মহলে। কিন্তু ছবির তৃতীয় হিরো! কার্তিক আরিয়ানের বেলায় কী রায় ছিল করিনার!

49

লাভ আজকাল টু ছবিতে জুটি বেঁধেছিলেন সারা আলি খান ও কার্তিক। একে অন্যের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন তাঁরা। 

59

হু-হু করে ভাইরাল হতে থাকে সেট থেকে একের পর এক ছবি । ঘনিষ্ট দৃশ্য থেকে শুরু করে সাহসী পোজ, একের পর এক হট পোজে ভাইরাল হয়ে ওঠে জুটি। 

69

এই নিয়েও প্রশ্ন আসে করিনার কাছে। তাঁদের সম্পর্ক কী চোখে দেখছেন করিনা! করিনা কাপুর সাফ জানিয়েছিলেন, তিনি এই নিয়ে কিছুই জানেন না। 

79

হোয়াট উইম্যান ওয়ান্টে একবার এসেছিলেন কার্তি আরিয়ান। তখন তাঁকে খোলা মেলা প্রশ্ন করেছিলেন করিনা কাপুর, ডেটিং কার সঙ্গে করছ!

89

 করিনাকে সাফ উত্তর দিয়েছিলেন কার্তিক, তিনি তাঁর কাজকেই ডেটিং করছেন। যার ফলে এই বিষয় কোনও মন্তব্য করেননি করিনা। 

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos