বিরুষ্কার পথ অনুসরণ করার পর থেকেই ওঠে জল্পনা তুঙ্গে। কোনও মতেই সদ্যজাত সন্তানের ছবি প্রকাশ করা যাবে না। যা ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল তৈমুরের বেলা, সেই ভুল আর নয়, সাফ জানিয়েছিলেন করিনা কাপুর।
তৈমুর জন্ম লগ্ন থেকেই হয়ে উঠেছিল ভাইরাল। পাপরাজিৎদের ভিড়ে রীতিমত ক্ষেপে উঠেছিল নবাব পরিবার।
210
জন্মের কয়েকমুহূর্তেই তৈরি হয় ফ্যান পেজ। হাসপাতাল থেকে একাধির ছবি হয়ে যায় লিক।
310
তবে এবার বিরুষ্কার পথ অনুসরণ করেই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন নবাব পরিবার। যাতে বেজায় মন ভেঙেছিল করিনা ভক্তদের।
410
জন্মের পর প্রকাশ্যে আসবে না সন্তানের ছবি। ফলে বেশ ভেঙে পড়েছিলেন তাঁরা।
510
করিনা কাপুর যখন সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরছিলেন, তখনও একচা ছবির জন্য পাপরাজিৎরা কাঁচের ওপর ভিড় জমায়।
610
তাতেও খুব একটা লাভ হয়নি। যার ফলে করিনা কাপুর এবার নিজেই সকলকে সারপ্রাইজ দিলেন।
710
তৈমুরের ভাইয়ের অপেক্ষায় নাজেহাল ভক্তমহল, কখনও তৈমুর কখনও আবার সইফের ছবিতে মেতে ছিলেন।
810
সেই অপেক্ষার অবসান ঘটালেন করিনা কাপুর। নারী দিবসে শুভেচ্ছা জানাতেই মা-লুকে ধরা দিলেন বেবো।
910
শেয়ার করলেন তাঁর নবজাতক সন্তানের ছবি। মুহূর্তে তা নেট দুনিয়ায় হয়ে উঠল ভাইরাল।
1010
ছবি দেখা মাত্রই উচ্ছসিত ভক্তমহল শুভেচ্ছায় আবারও ভরিয়ে দিল করিনা কাপুরকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।