বেবোর প্রথম প্রথম হিরো অভিষেক, সেটে জুনিয়ার বচ্চনকে জিজু বলে কেন ডাকতেন করিনা

অভিষেক বচ্চনের সঙ্গেই বলিউড বেবোর প্রথম ছবি রিফিউজি। এই ছবি করার আগে করিনার কাছে প্রস্তাব গিয়েছিল কাহোনা পেয়ার হ্যায় ছবি করার জন্য। তবে সেই ছবি করতে দিতে নারাজ ছিলেন কাপুর পরিবার। তাই জুনিয়ার বচ্চনের সঙ্গেই বেবোর হাতেখড়ি হয় বলিউডে। 

Jayita Chandra | Published : Feb 5, 2021 3:11 AM IST
113
বেবোর প্রথম প্রথম হিরো অভিষেক, সেটে জুনিয়ার বচ্চনকে জিজু বলে কেন ডাকতেন করিনা

2000 সালে অভিষেক বচ্চনের বিপরীতে প্রথম বলিউডে ডেবিউ করেন কারিনা কাপুর। ছবির নাম ছিল রিফিউজি।

213

এই ছবির প্রস্তাব আসা মাত্রই কাপুর পরিবার থেকে জানিয়ে দেওয়া হয় কারিনার বলিউডে পা রাখার কথা।
 

313

বিপরীতে বাচ্চন এই ছবি নিয়ে কোনোরকম কিন্তু দেখায়নি কাপুর পরিবার। কিন্তু ছিল না কারিনা কাপুরের।
 

413

কারণ একটাই, তিনি খুব কাছ থেকে চিনতে না জানতেন অভিষেক বচ্চন কে। এমনকি রীতিমতো তার আগে কথাবার্তা হতো অভিষেকের সঙ্গে।

513

কাপুর পরিবারের জামাই হতে চলেছিলেন তখন অভিষেক বচ্চন। করিশ্মা কাপুরের সঙ্গে চুটিয়ে চলছে তখন তার প্রেম পর্ব।

613

আর সেই সূত্রেই সেটে এসে অভিষেক বচ্চন একটাই ডাক শুনতে কারিনার মুখ থেকে তা হল জিজু। 

713

এইটা অভিষেকের জন্য খুব একটা অস্বাভাবিক ছিল না। কারণ তখন বচ্চন পরিবারে বউ হওয়ার স্বপ্ন দেখছেন করিশ্মা কাপুর।

813

যার ফলে এই দুয়ের মধ্যে সমীকরণ ছিল খুব সহজ। কাছের মানুষের সঙ্গে অভিনয় করাটা হয়ে উঠেছিল একটা বড় সুযোগ।

913

যার ফলে পর্দায় ফুটে উঠেছিল এক অন্য ধারার গল্প। যেখানে কারিনা কাপুর ছিলেন সহজ-সরল ও স্বাভাবিক। 

1013

তুমি কয়েকদিনের মধ্যেই পাল্টে গিয়েছিল সেই চেনা সমীকরণ। সমস্ত কত হবার পরও ভেঙে যায় কারিশ্মার সম্পর্ক।

1113

শেষ মুহূর্তে বেঁকে বসেছিলেন অভিষেক বচ্চন এর মা। সম্পত্তি নিয়ে ভাগাভাগি প্রসঙ্গ ওঠে রেগে গিয়েছিলেন জয়া বচ্চন। 

1213

এমনকি অভিষেক বচ্চন তখনও পর্যন্ত কেরিয়ার শুরু করতে পারেননি বলে কিন্তু মনোভাব পোষন করেছিলো কাপুর পরিবার। যা দেখা ও শোনার পরে বচ্চন পরিবার থেকে স্থির করা হয় এই বিয়ে দেওয়া হবে না। তারপরই পাল্টে যায় এদের মধ্যে থাকা সম্পর্ক গুলো।

1313

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos