প্রিয়ঙ্কার এই শাড়ি লুক দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। হলুদ রঙের ট্রান্সপারেন্ট শিফন শাড়িতে গর্জিয়াস পিগি চপসকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। লাইক ও কমেন্টের সংখ্যাও বেড়েই চলেছে। নিজের ইনস্টা-তেই শাড়ি পরে ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে লিখেছেন , শাড়ি শাড়ি নাইটস। শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ এবং ভারী জুয়েলারি পরেছেন প্রিয়ঙ্কা। গলায় চওড়া নেকলেস, হাতে চুড়ি এবং সবচাইতে নজর কেড়েছে প্রিয়ঙ্কার হাতের ব্যাগ।