অনাবৃত বক্ষযুগল, নিতম্বে কাঁপছে শরীর , ক্যাটের 'Boldness'- এ নিজেকে সামলাতে না পেরে কী করলেন হৃত্বিক

ফের ভোলবদল বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। একবারে বোল্ড লুকে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন ক্যাট। ছবিটি সোশ্যালে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। খানিকটা আগোছালো পোজেই নিজের বোল্ডনেস মেলে ধরলেন নায়িকা। অভিনেত্রীর সেক্সি অবতার দেখে নিজেকে সামলাতে পারলেন না স্বয়ং বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। অভিনেত্রীর নতুন রূপে মুগ্ধ হয়ে এ কী বললেল হৃত্বিক, জানলে অবাক হবেন।
 

Riya Das | Published : Mar 20, 2021 3:07 AM IST / Updated: Mar 20 2021, 08:40 AM IST
19
অনাবৃত বক্ষযুগল, নিতম্বে কাঁপছে শরীর , ক্যাটের 'Boldness'- এ নিজেকে সামলাতে না পেরে কী করলেন হৃত্বিক

বরাবরই খবরের শিরোনামে থাকেন ক্যাট। তার প্রেম থেকে  বিচ্ছেদ সবেতেই মজে থাকেন নেটিজেনরা। সম্প্রতি অন্য অবতারে সোশ্যালে ধরা দিয়েছেন ক্যাটরিনা।

29

নতুন ছবির কাজ শুরু করেছেন বলি অভিনেত্রী ক্যাটরিনা।  এবং সেই কারণেই মুহূর্তেই যেন নিজেকে পাল্টে নিয়েছেন অভিনেত্রী।

 

39


কোমর পর্যন্ত লম্বা চুল কেটে ফেলেছেন অভিনেত্রী। হালকা ওয়েভি খোলামেলা চুলে ক্যাটরিনাকে দেখে মুগ্ধ ভক্তরা। 

49


পরণে নীল রঙের ফিনফিনে টিউব টপ, জিন্সের শর্টস -বোল্ড লুকে অভিনেত্রীকে দেখে ক্লিন বোল্ড নেটিজেনরা।

59

ক্যাটের সেক্সি লুক দেখে নিজেক সামলাতে পারেন নি  স্বয়ং বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন।

69

 ক্যাটরিনার নতুন লুকে মুগ্ধ হয়ে খুব সুন্দর বলেও কমেন্ট করেছেন হৃত্বিক। ঝড়ের গতিতে নেটিজেনদের নজর কাড়ে এই ভিডিও।

79

২০১১ সালে 'জিন্দেগি না মিলেগি দোবারা' এবং ২০১৪ সালে 'ব্যাং ব্যাং' ছবিতে বক্স অফিসে বাজিমাত করেছিলেন হৃত্বিক-ক্যাট জুটি।

89


ক্যাটের নতুন লুক, সেখানে হৃত্বিকের কমেন্ট দেখে নেটিজেনরা বলছেন. ফের কি একসঙ্গে পর্দায় দেখা যাবে এই হিট জুটিতে। যদি স্পিকটি নট দুজনেই।

99


আগামী ৩০ এপ্রিল মুক্তি পাচ্ছে 'সূর্যবংশী'। অক্ষয় কুমারে বিপরীতে প্রায় ১০ বছর পর বড়পর্দায় দেখা যেতে চলেছে বলিউডের বার্বি গার্ল ক্যাটরিনা কাইফকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos