ক্যাটরিনা কাইফ, বলিউডের প্রথমসারিতেই বিরাজমান তিনি। নাচ, অভিনয়, ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন সমস্ত কিছুতেই লাইমলাইটের শীর্ষে রয়েছেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
210
বলিউডে আসার পর বুম ছবি দিয়েই অভিনয় জগতে পা রাখেন ক্যাটরিনা কাইফ। সেই ছবিতেই গুলশন গ্রোভারের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে নিজেকে উজার করে দিয়েছিলেন ক্যাট।
310
গুলশনের সঙ্গে ক্যাটরিনার চুম্বন দৃশ্য নিয়ে প্রায় শোরগোল পড়ে গিয়েছিল। আজও এই নিয়ে বিতর্ক থামেনি।
410
সালটা ২০০২। বি গ্রেডেড ছবি হিসেব পরিচিতি পেয়েছিল বুম। কিন্তু ছবির উর্ধ্বে গিয়ে ক্যাটরিনার যৌনতা ভাইরাল হয়ে গিয়েছিল।
510
আর গুলশনের সঙ্গে ক্যাটের রোম্যান্স দেখার জন্যই নেটিজেনরা হামলে পড়েছিলেন। তারপর থেকেই শিরোনামে চলে আসেন ক্যাট।
610
সেখান থেকেই বলিউডের হিট অভিনেতা সলমনের সঙ্গে নাম জড়ায় ক্যাটরিনার। এমনকী এও শোনা যায়,বলিউডে কেরিয়ার গড়তে অনেকটাই নাকি সাহায্য করেছিলেন সলমন।
710
রিল নয়, বরং রিয়েল লাইফেও দুজনে অনেকটাই ঘনিষ্ঠ ছিলেন। হঠাৎই পোশাক নিয়ে শুটিংয়ের মাঝে ঝামেলা শুরু হওয়ায় ক্যাটরিনার গায়ে হাতও তোলেন সলমন। তারপরই থেকেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
810
সলমনের সঙ্গে বিচ্ছেদের পর রণবীরের সঙ্গে নাম জড়ায়।
910
সম্পর্কের কথা স্বীকার না করলেও একাধিকবার কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেছে এই কাপলকে।
1010
২০১৪ সালে রণবীর কাপুরের সঙ্গে কার্টার রোডের সিলভার বালির অ্যাপার্টমেন্টে ভাড়া চলে আসেন। সেখানে ২ বছর থাকার পরেই ২০১৬ সালের শুরুতেই তাদের বিচ্ছেদ হয়ে যায়।