নয়া ছবি পোস্ট করে ঝড় তুলেছিলেন ভিকি কৌশল। যেখানে দেখা যাচ্ছে, ডেকের পাশে রাখা স্পিড বোট। সমুদ্রের দিকে মুখ করে বসে রয়েছে ভিকি কৌশল। শরীরে নেই পোশাক। শার্টলেস অবস্থায় অভিনেতাকে দেখে ঘাম ঝরছে। সুঠাম শরীরে প্রতিটি কার্ভস স্পষ্ট। কালো ও সাদা প্যান্ট পরেই নীল জলের দিক একমনে তাকিয়ে রয়েছেন ভিকি কৌশল। ছবির ক্যাপশনে লেখা , ওয়াইফাই নেই, কিন্তু তাও একটা স্ট্রং কানেকশন বোধ করছি। ছবিতে ভালবাস উজাড় করে দিয়েছেন ভক্তরা ।