ওভার সাইজ টুপিতে ঢাকা মুখ,লাস্যে ভরা শরীরে যৌবনের উঁকি, সাগরপাড়ে সুপারহট ক্যাটরিনা

বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।  রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবুও কাজের ফাঁকে কোয়ালিটি টাইম কাটাতে এখন ব্যস্ত রয়েছেন বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফ। রাজকীয় বিয়ের পর মধুচন্দ্রিমার ঘোর যেন কাটছে না। বিয়ের পর মলদ্বীপে হানিমুনে গিয়েছিলেন ভিক্যাট জুটি। তারপর সময় মিলতেই ফের সাগরপাড়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন এই জুটি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের পাগল করে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। সাদা বালিয়াড়িতে কালো রঙের সুইমস্যুট পরে সুপারহট পোজ দিয়েছেন ভিকি ঘরনি। হাই থাই স্লিটে যেন উপচে পড়ছে ভরা যৌবন,বক্ষের একাংশ উন্মুক্ত করে নেটপাড়ায় ঝড় তুলেছেন ক্যাটরিনা কাইফ। 
 

Riya Das | Published : Apr 8, 2022 10:31 AM
110
ওভার সাইজ টুপিতে ঢাকা মুখ,লাস্যে ভরা শরীরে যৌবনের উঁকি,  সাগরপাড়ে সুপারহট ক্যাটরিনা

বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।  রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যার ফলে ঠিক চুটিয়ে সংসারটা যেন হচ্ছে না ভিক্যাটের। 

210


এবার দুজনের সময় মিলতেই অজানা আইল্যান্ডে উড়ে গেলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বেড়াতে গিয়ে স্বামী ভিকির সঙ্গে আদুরে ছবি  শেয়ার করেছেন ক্যাটরিনা। যা নিমেষে ভাইরাল হয়েছে।  ভিকির ঘাড়ে উঠে পড়ে আদুরে অন্তরঙ্গ ছবিতে পোজ দিয়েছিলেন ক্যাটরিনা। সেই ছবিও নেটদুনিয়ায় চরম ভাইরাল হয়েছিল।
 

310

কাজের ফাঁকে কোয়ালিটি টাইম কাটাতে এখন ব্যস্ত রয়েছেন বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফ। রাজকীয় বিয়ের পর মধুচন্দ্রিমার ঘোর যেন কাটছে না। বিয়ের পর মলদ্বীপে হানিমুনে গিয়েছিলেন ভিক্যাট জুটি। তারপর সময় মিলতেই ফের সাগরপাড়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন এই জুটি।
 

410


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের পাগল করে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। সাদা বালিয়াড়িতে কালো রঙের সুইমস্যুট পরে সুপারহট পোজ দিয়েছেন ভিকি ঘরনি। ভিকিকে ছাড়া একান্ত যাপনের মুহূর্তই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ।

510

 হাই থাই স্লিটে যেন উপচে পড়ছে ভরা যৌবন,বক্ষের একাংশ উন্মুক্ত করে নেটপাড়ায় ঝড় তুলেছেন ক্যাটরিনা কাইফ। আইল্যান্ড থেকেই একের পর এক ছবি শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ। ছবি পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে।
 

610


নিজের  হট ছবি শেয়ার করে একটি শব্দও খরচ করেননি ক্যাটরিনা কাইফ। বরং তিনি যে সমুদ্রকে ভীষণ মিস করছেন তা ছবিতেই স্পষ্ট। লাস্যে ভরা শরীরে যৌবন যেন ঝরে পড়ছে। মাখনের মতো ত্বক, মেদহীন চেহারায় ক্যাটকে দেখে পাগল হয়েছেন ভক্তরা। 
 

710

ছবিতে দেখা যাচ্ছে ওভারসাইজ টুপি পরে নিজের মুখ ঢেকে রেখেছেন ভিকি ঘরনি। সিক্রেট হলিডের মতোই নিজের মুখটাও আড়াল করে রেখেছেন ক্যাটরিনা। তবে হলিডে ডেস্টিনেশন দেখে মনে করা হচ্ছে থাইল্যান্ডের ফুকেটে ছুটি কাটিয়ে এসেছেন তারা।
 

810


ভিকি ঘরনি ক্যাটকে ঘিরে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে। নিজেদের সম্পর্ককে কোনওদিন প্রকাশ্যে আনতে চাননি ভিক্যাট জুটি  । বরং চুপিসারে প্রেম করে ছাদনাতলায় পৌঁছেছেন এই জুটি। বয়সে ছোট ভিকিকে বিয়ে করে তিনি যে কতটা খুশি তা আর বলার অপেক্ষা রাখে না। 

910

 নয়া ছবি পোস্ট করে ঝড় তুলেছিলেন ভিকি কৌশল। যেখানে দেখা যাচ্ছে, ডেকের পাশে রাখা স্পিড বোট। সমুদ্রের দিকে মুখ করে বসে রয়েছে ভিকি কৌশল। শরীরে নেই পোশাক। শার্টলেস অবস্থায় অভিনেতাকে দেখে ঘাম ঝরছে। সুঠাম শরীরে প্রতিটি কার্ভস স্পষ্ট। কালো ও সাদা প্যান্ট পরেই নীল জলের দিক একমনে তাকিয়ে রয়েছেন ভিকি কৌশল। ছবির ক্যাপশনে লেখা , ওয়াইফাই নেই, কিন্তু তাও একটা স্ট্রং কানেকশন বোধ করছি। ছবিতে ভালবাস উজাড় করে দিয়েছেন ভক্তরা ।

1010

নিজের ইনস্টা ওয়ালে ছবি শেয়ার না করলেও ইনস্টা স্টোরিতে ক্যাটরিনার সঙ্গে রোম্যান্টিক পোজে সেলফি পোস্ট করেছিলেন  ভিকি কৌশল। মুহূর্তের মধ্যে ঘনিষ্ঠ পোজে নজর কেড়েছিলেন ভিকি ও ক্যাট । বলিউডের হট হ্যাপেনিং জুটির প্রতিটা মুহূর্ত আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos