Published : Jul 16, 2020, 02:51 PM ISTUpdated : Sep 10, 2020, 12:20 PM IST
সলমন খানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে প্রথম থেকেই বলিউডে গুঞ্জন ছিল তুঙ্গে। একের পর এক তারকার সঙ্গে ক্যাটরিনার নাম জড়ালেও সলমন খান ছিলেন প্রথম যাঁর সঙ্গে দীর্ঘ দিন জলে ক্যাটের গভীর রসায়নের জল্পনা। এখনও পর্দায় এই জুটি এক হলেও ভক্তের মনে ওঠে ঝড়। কীভাবে সাক্ষাৎ হয়েছিল এই জুটির...