করোনার কোপে রীতিমত স্থগিত হয়ে গিয়েছিল বিনোদন জগত। একের পর এক জনপ্রিয় শো থেকে শুরু করে ধারাবাহিক বন্ধ হয়েগিয়েছিল শ্যুটিং। ঝাঁপ বন্ধ হয়েছিল সিনেগজতেরও। কিন্তু বর্তমানে সেই ছবিটা খানিকটা বদলেছে।
করোনার কোপে পড়ে বদলে গিয়েছে একাধিক নিয়ম। সম্প্রতি করোনার কোপ থেকে উঠেছেন অমিতাভ বচ্চন।
28
তাই শ্যুটিং সেট জুড়ে এখন সতর্কতা তুঙ্গে। প্রতিযোগীদের কথা মাথায় রেখে এবার বদলে ফেলা হয়েছে একাধিক নিয়ম।
38
সম্প্রতি আবারও শুরু হয়েছে কেবিসি-১২ এর শ্যুটিং। তারই মাঝে এবার নয়া লুকে ধরা দিল জনপ্রিয় এই রিয়ালিটি শো।
48
বদলে গেল এবার খেলার একাধিক নিয়ম। শুরুতেই থাকছেন না ১০ জন প্রতিযোগী। এবার আট জনের থেকেই বেছে নেওয়া হবে প্রতিযোগীকে।
58
থাকছে না এবার অডিয়েন্স পোল। তার বদলে চালু হচ্ছে ভিডিও কলের মাধ্যমে সাহায্য নেওয়া।
68
কিন্তু নিয়ম অনুযায়ী আগের থাকা তিনটি সাহায্যের অপশান এবারও থাকবে। যা ব্যবহার করতে পারবেন হটসিটে বসে থাকা ব্যক্তি।
78
এবার সোনি লাইভের মধ্যে দিয়ে দর্শকেরাও খেলতে পারবেন এবার কেবিসি। ফলে নতুন লুকে কেবিসি এখন দর্শক দরবারে আবারও চমক জাগাচ্ছে।
88
পাশাপাশি সকলের সুরক্ষার কথাও মাথায় রাখা হয়েছে। বিশেষ করে সেটে দুজন করোনা আক্রান্ত হওয়ার পর বর্তমানে সতর্কতা তুঙ্গে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।