কিয়ারা নগ্ন ফোটোশ্যুট দেখে নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, 'ইস যদি এই পাতাটা ছাগল খেয়ে নিত'। উত্তরে কিয়ারা বলেন 'ইসসসস'। কিয়ারা আরও জানান, 'আমি নিজেও জানিনা মানুশ এটাকে কীভাবে নিচ্ছে', এই ধারণাটা ডাব্বুর মাথায় এসেছিল, ও আমাকে বলল, 'এটা খুব নান্দনিক ভাবে শ্যুট করা হয়েছিল'।