কাপুর পরিবারের বিয়ের আসরে উন্মুক্ত ক্লিভেজে ঝড় তুললেন কিয়ারা, দেখে নিন হটকে ছবিগুলি

বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই সমানে সমানে টক্কর চালাচ্ছেন কিয়ারা আদবানি। অক্ষয় কুমারের সঙ্গে প্রথম জুটি বেঁধে বলিউডে পা রাখেন কিয়ারা।  তারপর দীর্ঘ একটা বিরতি। ফের সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এমএসধোনি সিনেমা দিয়ে বড়পর্দায় ফিরে আসেন কিয়ারা। তারপর থেকে তার কেরিয়ারগ্রাফ উর্ধ্বমুখী। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নিজের অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে তিনি নেটিজেনদের মন জয় করে নিয়েছেন।  সম্প্রতি কাপুর পরিবারের বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। ট্র্যাডিশনাল লেহেঙ্গার উন্মুক্ত ক্লিভেজে বুঁদ হয়েছে গোট নেটদুনিয়া। মুহূর্তের মধ্যে তার এই হট লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন নজরকাড়া ছবিগুলি।

Riya Das | Published : Feb 5, 2020 11:06 AM IST
19
কাপুর পরিবারের বিয়ের আসরে উন্মুক্ত ক্লিভেজে ঝড় তুললেন কিয়ারা, দেখে নিন হটকে ছবিগুলি
কাপুর পরিবারে বিয়ের আসরে উপস্থিত কিয়ারা আদবানি।
29
তার পরণে ছিল ট্র্যাডিশনাল লেহেঙ্গা, তার সঙ্গে উন্মুক্ত ক্লিভেজের মোহে বুঁদ হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
39
করিশ্মা কাপুর, করিনা কাপুরের সঙ্গে পাল্লা দিয়ে তিনিও লেহেঙ্গা পরেছিলেন। তবে তাদের থেকেও যেন কয়েক কদম এগিয়ে গেছেন অভিনেত্রী।
49
কিয়ারার এই লেহেঙ্গাটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রা।
59
কাপুর পরিবারের এই বিয়েতে চাঁদের হাট বসেছিল। সবার মাঝখানেই নজর কেড়েছেন কিয়ারা।
69
মুহূর্তের মধ্যে তার ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তার এই ছবি দেখে ইতিমধ্যেই ঘুম উড়েছে পুরুষদের।
79
পোশাকের গ্লিটারস আর কিয়ারার হাসি যেন মিলেমিশে এক অন্য আবহ তৈরি করেছে।
89
প্রতিটি ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
99
আপতত বেশ কয়েকটি ছবি রয়েছে কিয়ারার হাতে। শুধু তাই নয় বিগ বাজেটের ছবির অন্যতম মুখ হতে চলেছেন অভিনেত্রী।
Share this Photo Gallery
click me!

Latest Videos