রণবীর-সঞ্জয়লীলা বনশালি করোনা পজিটিভ, তড়িঘড়ি টেস্ট আলিয়ার, প্রকাশ্যে রিপোর্ট

Published : Mar 12, 2021, 08:00 AM IST

প্রেমিক রণবীর কাপুর করোনা পজিটিভ। সম্প্রতি সেই খবর প্রকাশ্যে এসেছে। তার কিছুক্ষণের মধ্যেই আবার সামনে আসে আরও এক খবর, সঞ্জয়লীলা বনশালিও করোনায় আক্রান্ত, তবে কেমন আছেন আলিয়া, তড়িঘড়ি তা নিয়ে উদ্বেগ জাগে ভক্তমহলে। 

PREV
18
রণবীর-সঞ্জয়লীলা বনশালি করোনা পজিটিভ, তড়িঘড়ি টেস্ট আলিয়ার, প্রকাশ্যে রিপোর্ট

রণবীর কাপুরের সঙ্গেই লিভ ইনে থাকা। দীর্ঘ দুই বছর ধরে আলিয়া রণবীরের সম্পর্কের সমীকরণটা ঠিক এমনটাই দাঁড়িয়েছে। 

28

সম্প্রতি খবর মেলে আলিয়ার প্রেমিক তথা রণবীর করোনা পজিটিভ। বর্তমানে তিনি রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। 

38

এখানেই শেষ নয়। বর্তমানে আলিয়া গাঙ্গুবাই কাতিওয়াড়ি ছবির শ্যুটে ব্যস্ত। করোনাতে আক্রান্ত সেই ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালিও।

48

যার ফলে মুহূর্তে ভক্তমহলের নজর যায় আলিয়া ভাটের দিকে। নেটদুনিয়ায় ছেড়ে যায় প্রশ্ন, কেমন আছেন আলিয়া। 

58

খবর পাওয়া মাত্রই নিজেকে হোম কোয়ারেন্টাইন করেছিলেন আলিয়া ভাট। ডাক্তারের পরামর্শ অনুযায়ী করালেন করোনা টেস্ট। 

68

করোনা টেস্টের রিপোর্ট আলিয়ার এসেছে নেগেটিভ। সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেত্রী। 

78

তাই এবার সেটে ফিরছেন আলিয়া। জানালেন, তিনি নিজে সাবধানে থাকবেন, আর ভক্তরাও যেন ঠিক ততটাই সাবধানে থাকেন। 

88

সঙ্গে ভক্তদেরকে ধন্যবাদ জানান তার প্রতি এতটা ভালোবাসা ও য্ত্ন দেখানোর জন্য। তবে তিনি সুস্থ আছে। 

click me!

Recommended Stories