শেষমুহূর্তে ঋষিকে কীভাবে বিদায় জানালেন প্রিয়জনেরা, দেখে নিন ছবিতে

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে আজ সকাল ৮টা ৪৫ মিনিটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। তার  মৃত্যুতে  ভারতীয় চলচ্চিত্র জগৎ শোকস্তব্ধ। চন্দনওয়াড়ি শশ্মানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কাপুর পরিবারের কয়েকজন এবং গুটি কয়েক তারকার উপস্থিতিতেই চির বিদায় জানানো হল ঋষিকে।  চন্দনওয়াড়ি শশ্মানে  নিয়ে আসার পরে শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে  প্রিয়জনরা কীভাবে শেষ বিদায় জানিয়েছেন বলিউডের চকোলট বয় ঋষিকে,  দেখে নিন ছবিতে।

Riya Das | Published : Apr 30, 2020 7:14 PM / Updated: Apr 30 2020, 07:16 PM IST
110
শেষমুহূর্তে ঋষিকে কীভাবে বিদায় জানালেন প্রিয়জনেরা, দেখে নিন ছবিতে

মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল থেকে চন্দনওয়াড়ি  শশ্মানে অভিনেতার ঋষির শেষকৃত্য সম্পন্ন হল। পুলিশের সাহায্যে সামান্য ফুলের সাজের সেজে উঠেছে অ্যাম্বুলেস।

210

অন্তিম সৎকার্যের আগে গাড়ি করে চন্দনওয়াড়ি শশ্মানে পৌঁছাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট।

310

সইফ আলি খান ও করিনা কাপুর খানও হাসপাতাল থেকে ঋষি কাপুরের শেষ যাত্রায় যাচ্ছেন।

410

আরমান জৈনও তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে মামার অন্তিম যাত্রায় পৌঁছেছেন।

510

শেষবারের মতো ফুলের মালা দিয়ে ঋষি কাপুরের শ্রদ্ধা জানাচ্ছেন কাপুর পরিবারের সকলে এবং ঘনিষ্ঠ লোকজনেরা।

610

শেষ দেখা ঋষিকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী নীতু সিং কাপুর। পাশে রয়েছেন হবু বউমা আলিয়া ভাট। হবু শ্বশুরের মৃত্যুতেও আলিয়াও কান্নায় ভেঙে পড়েছেন।আলিয়া ভাটকে শেষবারের মতো হবু শ্বশুরের ছবি তুলতে দেখা গেছে।

710

বাবা ফিরে আসবে আর কোনওদিন। শেষবার বাবাকে প্রাণভরে দেখছেন অভিনেতা রণবীর কাপুর।

810

 কাকু ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে চন্দনওয়াড়ি শশ্মানে রয়েছেন করিনা কাপুর এবং সইফ আলি খান

910

শশী কাপুরের ছেলে কুনাল কাপুরও ঋষির সর্বশেষ সফরে অংশ নিয়েছিলেন।

1010

অভিষেক বচ্চনও আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন চন্দনওয়াড়ি শশ্মানে। লেজেন্ডকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জুনিয়র বচ্চন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos