Published : Feb 29, 2020, 05:48 PM ISTUpdated : Feb 29, 2020, 05:58 PM IST
পর্দায় যতটা রোম্যান্টিক বাস্তবেও ঠিক ততটাই রোম্যান্টিক বলিউড স্টার রণবীর কাপুর। একাধিক নায়িকার সঙ্গে চলেছিল তাঁর মন দেওয়া নেওয়ার খেলা। কখনও তা প্রকাশ্যে, কখনও আবার গোপনে। বিয়েও স্থির হয়েছিল বেশ কয়েকবার। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কের জল বেশিদূর গড়াতে পারেনি রণবীর কাপুরের।