পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি মালাইকা আরোরা। সেক্সি টোনড ফিগারে নয় বরং অনাবৃত উরু দেখিয়েই তোপের মুখে পড়েছেন নায়িকা। তবে অভিনেত্রীকে দেখে একটাই প্রশ্ন করেছেন নেটিজেনরা- 'প্যান্ট কোথায়'? নেটিজেনদের অন্য একজন বলেন, 'বেচারি প্যান্ট পরতেই ভুলে গেছেন।' কেউ লিখেছে, 'এ তো অর্জুনের শার্ট পরেই রাস্তায় বেরিয়ে পড়েছেন'।