সি-থ্রু পোশাকে স্পষ্ট ফুটে উঠল অন্তর্বাস, ফিনফিনে প্য়ান্ট পরে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড মালাইকা

পোশাকের কারণে হোক কিংবা ব্যক্তিগত সম্পর্ক তাকে নিয়ে চর্চার শেষ নেই। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে সর্বদাই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বরাবরই একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী। মালাইকা আরোরার সঙ্গে যেন পোশাক বিভ্রাট কথাটি জড়িয়ে পড়েছে। প্রায়শই উদ্ভট পোশাকের কারণে ট্রোলড হন মালাইকা আরোরা। সেক্সি ফিগার দেখেই নানারকম মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও সেসব মন্তব্যকে মোটেই পাত্তা দিতে নারাজ অভিনেত্রী বরং নিজের মতো করে ফ্যাশন স্টেটমেন্টে ঝড় তুলছেন মালাইকা। সম্প্রতি নিয়ন রঙের সি-থ্রু পোশাকে দেখা গিয়েছে মালাইকাকে, যেখানে পোশাকের ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে  অন্তর্বাস, যা নিয়ে চরম ট্রোলড হয়েছেন বলি ফ্যাশনিস্তা।
 

Riya Das | Published : May 3, 2022 6:27 AM IST / Updated: May 03 2022, 11:59 AM IST
19
সি-থ্রু পোশাকে স্পষ্ট ফুটে উঠল অন্তর্বাস, ফিনফিনে প্য়ান্ট পরে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড মালাইকা

ফ্যাশন স্টেটমেন্টে সুপারহট তকমা রয়েছে মালাইকা আরোরার। বয়স যত বাড়ছে ততই যেন সেক্সি হচ্ছেন মালাইকা। হট পোশাকে কীভাবে শিরোনামে থাকতে হয় তা মাল্লার চেয়ে আর ভাল কেউ জানেন না। শরীর দেখাতে গিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। 

29

মালাইকা আরোরার সঙ্গে যেন পোশাক বিভ্রাট কথাটি জড়িয়ে পড়েছে। প্রায়শই উদ্ভট পোশাকের কারণে ট্রোলড হন মালাইকা আরোরা। সেক্সি ফিগার দেখেই নানারকম মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও সেসব মন্তব্যকে মোটেই পাত্তা দিতে নারাজ অভিনেত্রী বরং নিজের মতো করে ফ্যাশন স্টেটমেন্টে ঝড় তুলছেন মালাইকা। 
 

39

সম্প্রতি নিয়ন রঙের সি-থ্রু পোশাকে দেখা গিয়েছে মালাইকাকে, যেখানে পোশাকের ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে  অন্তর্বাস, যা নিয়ে চরম ট্রোলড হয়েছেন বলি ফ্যাশনিস্তা।  ৪৮-এর মালাইকার এমন সাজ দেখেই হতবাক হয়েছেন ভক্তরা। কুরুচিকর মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা।

49


মুম্বইয়ের পালি হিলে পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন মালাইকা আরোরা। সেখানেই তাকে সি-থ্রু ট্র্যাকস্যুটে দেখা গেছে। সম্প্রতি মালাইকার এই ভিডিও ছড়িয়ে পড়েছে।

59


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মালাইকার ফিনফিনে ট্র্যাকপ্যান্টের ভিতর দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে অন্তর্বাস। তারপর থেকেই কটাক্ষের মুখে পড়েছেন মালাইকা। ভিডিওতে দেখা যাচ্ছে, হেঁটে নিজের গাড়িতে উঠছেন। তবে তার মুখের থেকে শরীরের দিকে বেশি নজর ছিল ক্যামেরার। 
 

69

 বক্ষযুগল উন্মুক্ত করে হোক কিংবা অনাবৃত উরু বার করে সর্বদাই খবরের শিরোনামে থাকেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী।বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরাকে নিয়ে সর্বদাই সরগরম বলিপাড়া। গা গরম ছবি পোস্ট করে বহুবার ট্রোলের মুখে পড়লেও তিনি নিজের খেয়ালেই রয়েছেন।
 

79

 ফের নিজের শরীরকে ওলটপালট করে নেটিজেনদের চমকে দিলেন ফ্যাশন আইকন মালাইকা। বারংবার পোশাক বিতর্কে নাম জড়াচ্ছে মালাইকার। কখনও শরীর উন্মুক্ত করে তো কখনও জিম লুকে বারংবার নজর কাড়ছেন মালাইকা আরোরা।
 

89

 চলতি মাসের ২ রা এপ্রিল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন মালাইকা আরোরা। পুনের একটি ফ্যাশন ইভেন্ট থেকে মুম্বই ফিরছিলেন মালাইকা, সেই সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন বলিপাড়ার মাল্লা। দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে শারীরিক যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণায় বেশি ভুগছেন মালাইকা। 

99



বয়স বাড়লেও তার মন ও শরীর যেন ২০-র যুবতী। ১২বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়ন তার প্রমাণ দিয়েছে বারবার। তবে বয়সের ফারাকের জন্য একাধিকবার ট্রোলডও হয়েছেন মালাইকা। মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর সর্বদাই পেজ থ্রি-র শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও কবে সাতপাকে বাঁধা পড়বেন এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা কিন্তু স্পিকটি নট। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos