সেলেব মানেই পার্ফেক্ট শর্ট মাস্ট। আর তিনি যদি হয়ে থাকেন সুপার মডেল মেন্টর মালাইকা, তবে তো কথাই নেই। মালাইকা মানেই পার্ফেক্ট, ফিটনেস হোক বা লুক, তবে সুযোগ পেলে ট্রোলারদের মুখ বন্ধ রাখা বেজায় কঠিন।
বয়স পেরিয়েছে ৪০-এর কোটা, তবে এই সেলেবকে দেখে তা বোঝা এক কথায় অসম্ভব। তিনি হলেন মালাইকা আরোরা।
কড়া ডায়েট থেকে শুরু করে ফিটনেস ফান্ডা, দুই এক কথায় বলতে গেলে মালাইকার নোখ দর্পনে।
বর্তমানে তিনি অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। পাশাপাশি নিজেকে ধরে রেখে তাক লাগাচ্ছেন নেট দুনিয়ায়।
তবে ভক্তমহল যেমন প্রশংসার অপেক্ষায় থাকে, তেমনই ট্রোলাররা একটা সুযোগের অপেক্ষা করে।
সামান্য কিছুতে ব্যালান্সের অভাব হওয়া মানেই ট্রোলারদের হাতে অস্ত্র তুলে দেওয়া। তেমনই এক কাণ্ড ঘটান মালাইকা।
একটি ছবি শেয়ার করেছিলেন তিনি নেট দুনিয়া। যা দেখে যথারীতি খুশিতে মেতেছিল ভক্তমহল।
তবে ট্রোলারদের আবিষ্কার। বেজায় বুরিয়ে গিয়েছেন মালাইকা। মুখে পড়েছে বয়সের ছাপ। তাইকি রানুর মত অবস্থা!
এদিন মালাইকার মুখের মেকআপ বেশ নজরে আসে। পাশাপাশি ত্বক্রে ভাঁজও চোখে পড়ে। তারওপর চরা মেকআপ।
এতেই সুযোগ পেল ট্রোলাররা। কেউ তাঁকে আন্টি বলে ট্রোল করল, কেউ আবার রানু মন্ডলের মেকআপ ট্রোল প্রসঙ্গ তুলে তোপ দাগল।
যদিও এই বিষয় বিন্দু মাত্র নজর দিতে নারাজ এই হটডিভা। তাঁর একটা পোজই যথেষ্ট ভক্তমহলের ঘুম উড়িয়ে দিতে।