গ্ল্যাম ডিভা মালাইকার গাড়ি থেকে নামার মোমেন্টেও যেন গোটা পা বেয়ে চুঁইয়ে পড়ছে যৌনতা। স্ট্রিপি কাট আউট কালো ডিজাইনার ড্রেসে সঙ্গে ম্যাচিং হাই হিল আর হাতে সিলভার পার্সে হালকা করে নীচের দিকে তাকিয়ে পোজ দিয়েছেন মালাইকা। টোনড বডি আর উন্মুক্ত পা-য়ে ব্ল্যাক ম্যাজিকে কুপোকাত ইন্সটা ইউজাররা।
67
গাড়ির ভিতর পোজের পর এবার সোজা বিছানায়...মাটিয়ে লুটিয়ে পড়া পেস্তা সবুজ গাউনের সঙ্গে একদিকে রাখা হালকা ঢেউ খেলানো চুলের কেরামতিতে একেবারে মোহময়ী মালাইকা অরোরা। ফটোশ্যুটের সময় ড্রেসের সঙ্গে মানাইসই হাই হিলের লক খোলার স্টাইলে পোজ দিয়েছেন বলিউডের মুন্নি।
77
সিলভার স্ক্রিন হোক বা কোনও ডিনার ডেট মালাইকার সিডাকটিভ লুকের প্রশংসা করেন সকলেই। লাল গাউনে উন্মুক্ত পায়ে মালাইকার রুপের আগুণে ইন্সটাগ্রামে চড়ছে উষ্ণতার পারদ। ক্যামেরার সামনে হট অ্যান্ড বোল্ড লুকে বন্ধ চোখে শরীরের প্রতিটি খাঁজে যেন উষ্ণতার ছোঁয়া।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।