মালাইকা ম্যাজিকে মন মজেছে ভক্তদের, ইন্সটাতে চড়ছে উষ্ণতার পারদ

রুপোলি পর্দায় মুন্নি বদনাম হোক বা রিয়েল লাইফ, মালাইকা ম্যাজিকে সর্বদাই মন মজে ভক্তদের। আর এই উইকেন্ডে আপনি মজে যান লাস্যতায় ভরপুর মালাইকার ইন্সটাগ্রাম পোস্টে। আবেদনময়ী মালাইকার ছবিতে যেন আগুণ ঝড়ছে সোশ্যাল সাইটে। গোটা শরীর দিয়ে যেন চুঁইয়ে পড়ছে বোল্ডনেস। 
 

Kasturi Kundu | Published : Mar 12, 2022 11:29 AM / Updated: Mar 12 2022, 11:59 AM IST
17
মালাইকা ম্যাজিকে মন মজেছে ভক্তদের, ইন্সটাতে চড়ছে উষ্ণতার পারদ

রুপোলি পর্দায় মুন্নি বদনাম হোক বা রিয়েল লাইফ, মালাইকা ম্যাজিকে সর্বদাই মন মজে ভক্তদের। আর এই উইকেন্ডে আপনি মজে যান লাস্যতায় ভরপুর মালাইকার ইন্সটাগ্রাম পোস্টে। আবেদনময়ী মালাইকার ছবিতে যেন আগুণ ঝড়ছে সোশ্যাল সাইটে। গোটা শরীর দিয়ে যেন চুঁইয়ে পড়ছে বোল্ডনেস। 
 

27

ফিটনেস ফ্রিক মালাইকা অরোরার শরীর চর্চার ওপর যেমন পাপারাতজিদের ক্যামেরার ফ্ল্যাশ থাকে তেমনই তাঁর ফ্যাশন স্টেটমেন্টও হয়ে ওঠে পেজ থ্রি-র হট টপিক। বলিউডের ছাঁইয়া ছাঁইয়া গার্লের লেটেস্ট ফ্যাশনই হয়ে ওঠে ফ্যাশন দুনিয়ার লেটেস্ট ট্রেন্ড। শুক্রবার সেই রকম ফ্যাশনবেল ফটোশ্যুটে সোশ্যাল সাইটে উত্তাপ বাড়িয়েছেন সেক্সি লেডি মালাইকা অরোরা। 

37

গ্ল্যাম ডিভা মালাইকা অরোরার শুক্রবারের সেক্সি ক্লিকে ইন্সটা ইউজারদের একেবারে বোল্ড আউট করেছেন বলিউডের মুন্নি। ৫০ ছুই ছুঁই আবেদনময়ী মালাইকার শরীরী আবেদন যেন ঝড় তোলে পুরুষ হৃদয়ে। শুক্রবার মালাইকার ফটোশ্যুট জুড়ে যে উষ্ণতার ছোঁয়া সেই আগুণে হৃদয় পুড়ছে ভক্তদের। 

47

মালাইকার হটেস্ট ফ্যাশন মোমেন্টই এখন পেজ থ্রি-র হট মোমেন্ট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসে  হালকা ক্লিভেজের উঁকিতে যেন হাতছানি দিচ্ছে মালাইকার শরীরী আবেদন। কানে মোবাইল দিয়ে শর্ট ড্রেসে একেবারে সেক্সি লুকে ধরা দিয়েছেন অর্জুন কাপুরের চর্চিত প্রেমিকা। 

57

গ্ল্যাম ডিভা মালাইকার গাড়ি থেকে নামার মোমেন্টেও যেন গোটা পা বেয়ে চুঁইয়ে পড়ছে যৌনতা। স্ট্রিপি কাট আউট কালো ডিজাইনার ড্রেসে সঙ্গে ম্যাচিং হাই হিল আর হাতে সিলভার পার্সে হালকা করে নীচের দিকে তাকিয়ে পোজ দিয়েছেন মালাইকা। টোনড বডি আর উন্মুক্ত পা-য়ে ব্ল্যাক ম্যাজিকে কুপোকাত ইন্সটা ইউজাররা। 

67

 গাড়ির ভিতর পোজের পর এবার সোজা বিছানায়...মাটিয়ে লুটিয়ে পড়া পেস্তা সবুজ গাউনের সঙ্গে একদিকে রাখা হালকা ঢেউ খেলানো চুলের কেরামতিতে একেবারে মোহময়ী মালাইকা অরোরা। ফটোশ্যুটের সময় ড্রেসের সঙ্গে মানাইসই হাই হিলের লক খোলার স্টাইলে পোজ দিয়েছেন বলিউডের মুন্নি। 

77

সিলভার স্ক্রিন হোক বা কোনও ডিনার ডেট মালাইকার সিডাকটিভ লুকের প্রশংসা করেন সকলেই। লাল গাউনে উন্মুক্ত পায়ে মালাইকার রুপের আগুণে ইন্সটাগ্রামে চড়ছে উষ্ণতার পারদ। ক্যামেরার সামনে হট অ্যান্ড বোল্ড লুকে বন্ধ চোখে শরীরের প্রতিটি খাঁজে যেন উষ্ণতার ছোঁয়া।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos