হট পোজে ভাইরাল মালাইকা। বয়স ৪৭, কিন্তু হট ফিগারের ভাঁজে তা ধরা পড়া দায়। অর্জুনের সঙ্গে এখন তাঁর চুটিয়ে প্রেম।
সুপার মডেলে তাঁর দেওয়া হট পোজের টিপসই এক কথায় সেরা। সেই হট ডিভা মাল্লা যখন নিজেই মডেল, তখন আর রক্ষে নেই।
হু হু করে উষ্ণতার পারদ চরতে থাকে নেদ দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। গোয়ায় সুইমিং পুল থেকে মোনোকিনিতে পোজ দিলেন মালাইকা।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ট্রিপ থেকেই বেশ কিছু ছবি। কখনও ভিজে শরীরী হিল্লোল, কখনও আবার জানলার পাশে একাকি মালাইকা।
কখনও নিয়ন কখনও আবার পরনে কালো, রঙের খেলা. মেলে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত মালাইকা।
ছবি শেয়ার করে নিলেন করণ জোহারের সঙ্গে। নতুন বছরের পার্টির আয়োজন একটু আগে থেকেই হল শুরু।
কথায় বলে শেষ ভয়ালো যার সব ভালো তার। সেই শেষটুকুই ভালো করতে এখন উদ্যোগী সকলে। আর শেষ থেকে শুরুটা হোক ভালো।
তাই ব্যস্ততা কাটিয়ে খানিক খুশির মেজাজে মত্ত এখন সাধারণ মানুষ থেকে সিনে দুনিয়া। মুহূর্তে ভাইরাল ছবি।
Jayita Chandra